‘বেনামি চিঠি’
2023-03-29 10:40:53

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু সিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সু সিং, ১৯৮৪ সালের ৫ মার্চ চীনের শায়ানসি প্রদেশের সি আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার ও উপস্থাপক। ২০০৭ সালে তিনি চীনের হু নান টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতা ‘সুপার বয়ে’ অংশ নিয়ে দেশের দ্বিতীয় পুরস্কার জয় করেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে যোগ দেন।

 

২০০৭ সালের ১৮ ডিসেম্বর সু সিং-এর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘শরত্কাল’ প্রকাশিত হয়। ২০০৯ সালে সু সিং সনি মিউজিক কোম্পানি একজন কণ্ঠশিল্পী হন। ২০১০ সালের মে মাসে, সু সিং-এর অ্যালবাম ‘তোমাকে মিস করি’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন সু সিং-এর গান ‘বেনামি চিঠি’। গানের কথায় বলা হয়, স্মৃতির বই খুলে দেখি, তোমার পৃষ্ঠায় আসি। কত সৌভাগ্য, জীবনে নতুন দুনিয়া উন্মোচিত হয়। বৃষ্টি পরার গ্রীষ্মকালের রাত, তুষার পরা শীতকালের পথ। শরতকালের পাতা দেখি, হৃদয় সবসময় তোমার জন্য থামে। কখনও নীরব, কখনও সাহসী, উত্তর তোমার হাতেই রয়েছে। আমি তোমাকে বেনামি চিঠি লেখি, হৃদয়ে দাগ দিয়ে রাখি। সময় তোমাকে এই চিঠি পৌঁছে দেয়।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন সু সিং-এর গান ‘পুরানো গায়কের দৈনন্দিন জীবন’। গানের কথায় বলা হয়, পুরানো গায়ক হলেও অন্যের স্বীকৃতি লাগে। তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। যেহেতু এখন আর বিখ্যাত নয়, তাহলে আরো পরিশ্রম করতে হয়। নিজের জন্য যেটা করতে পারি, তা হল ভালোভাবে কাজ করা, ভালোভাবে প্রতিদিন কাটানো। কিছু গান বার বার শোনা যায়, কিছু কথা বছরের পর বছর অনুভব করতে পারি। এভাবে একজন অবিখ্যাত গায়ক হই। সব ঝামেলা চলে যায়। পুরানো গায়কের দৈনন্দিন জীবন অনেক সাধারণ হয়ে যায়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন সু সিং-এর গান ‘শুধু তোমার সঙ্গে’। এই গানে সু সিং-এর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চীনের নারী কণ্ঠশিল্পী হ্য চিয়ে। গানের কথাগুলো এমন: সহজেই মেজাজ পরিবর্তন হয়, সব কিছু তোমার কারণেই। কখনোই তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা ভাবি নি। তোমার কাছে থাকতে চাই, আর চলে যাবো না। দৃঢ়তা, সাহসী চেতনা দিয়ে  সবচেয়ে সুন্দর গল্প লেখি। আমি তোমার সঙ্গে এই বিশ্বের দৃশ্য দেখতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো সু সিং-এর আরেকটি গান, গানের নাম ‘চলে যাওয়ার নৌকা’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু সিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)