যুক্তরাষ্ট্রে ছাই ইং ওয়েন’র তথাকথিত সফরের বিরোধিতা করে বেইজিং: চীনা মুখপাত্র
2023-03-29 17:31:18

মার্চ ২৯: চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র চু ফেং লিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীননীতি’ ও ‘চীন-মার্কিন তিনটি যৌথ বিবৃতি’-র চেতনায় অবিচল থাকা এবং ছাই ইং ওয়েনকে ওয়াশিংটন সফর করতে না-দেওয়া।

মুখপাত্র বলেন, তাইওয়ানের ক্ষমতাসীন গণতান্ত্রিক প্রগতিশীল দল বিভিন্ন অজুহাত তৈরি করে ও বিভিন্ন সুযোগে ‘স্বাধীন তাইওয়ান’-এর পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। দলটি চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে চায় এবং যুক্তরাষ্ট্রের চীনবিরোধী শক্তির সমর্থন আশা করে।

মুখপাত্র আরও বলেন, যদি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে ছাই ইং ওয়েনের দেখা হয়, তাহলে আরেকবার ‘এক-চীননীতি’ লঙ্ঘিত হবে, যা চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনেরও সামিল। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করবে এবং পাল্টা ব্যবস্থা নেবে। (ছাই/আলিম)