পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করায় জাপানের কাছে দক্ষিণ কোরিয়ার প্রতিবাদ
2023-03-29 17:34:04

মার্চ ২৯: পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃত করায় জাপানের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। গতকাল (বুধবার) এ প্রতিবাদ জানাতে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে, জাপানি দূতাবাসের মিনিস্টার-জেনারেল নাওকি কুমাগাইকে ডেকে পাঠানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি জাপানের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডোকডোর (জাপানে ‘তাকেশিমা’ নামে পরিচিত) ওপর জাপানি সার্বভৌমত্বের কথা উল্লেখ করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরীয় উপদ্বীপে জাপানের জোরপূর্বক শ্রম আদায়ের বিষয়টিকে হালকাভাবে উপস্থাপন করা হয়। (ছাই/আলিম)