তিব্বতের লক্ষ লক্ষ ভূমিদাসের মুক্তির স্মরণ দিবস
2023-03-29 15:09:30

প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে দৃশ্য দেখছেন, তা হলো চীনের বিখ্যাত তিব্বতি গায়িকা ছাইতানচুওমা’র গাওয়া ‘তিব্বতের মুক্তি’-বিষয়ক একটি গান। এতে তিব্বতের মুক্তিপ্রাপ্ত ভূমিদাসের আনন্দ এবং চীনের কমিউনিস্ট পার্টির প্রতি তাদের কৃতজ্ঞতা ফুটে উঠেছে।

২০০৯ সালের ১৯ জানুয়ারি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নবম জাতীয় গণ-কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে প্রতি বছর ২৮ মার্চ তিব্বতের লক্ষ লক্ষ ভূমিদাসের মুক্তির বার্ষিকী হিসাবে নির্ধারণ করার পক্ষে ভোট দেওয়া হয়। এর লক্ষ্য ৫০ বছর আগে তিব্বতে গণতান্ত্রিক সংস্কারের স্মৃতিচারণ করা। সে দিনটিকে স্মরণ করা, যখন তিব্বতের ভূমিদাস স্বাধীন হয়েছিল এবং তারা নিজেদের  ভাগ্য গড়ার অধিকার লাভ করেছিল।

 

প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে একসঙ্গে পুরানো তিব্বতের কষ্টকর সেই ইতিহাস এবং উজ্জ্বল নতুন তিব্বতের ওপর একঝলক দৃষ্টি দেবো।