ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ অনুমোদন করেছে হাঙ্গেরির পার্লামেন্ট
2023-03-28 17:11:12

মার্চ ২৮: ফিনল্যান্ডের ন্যাটো জোটে যোগদানের আবেদন অনুমোদন করেছে হাঙ্গেরি। গতকাল (সোমবার) দেশটির পার্লামেন্টে এই ইস্যুতে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৮২ জন্য সদস্য পক্ষে ও ৬ জন বিপক্ষে ভোট দেন। ১১ জন সংসদসদস্য ভোটাভুটির সময় অনুপস্থিত ছিলেন।

গত মে মাসে ফিনল্যান্ড ও সুইডেন একই সময়ে ন্যাটোতে যোগদানের আবেদন করে। ন্যাটোর বিধান অনুযায়ী, নতুন সদস্যপ্রার্থীকে ৩০টি সদস্যরাষ্ট্রের সবার অনুমোদন পেতে হবে। এখন হাঙ্গেরিসহ জোটের ২৯টি দেশ ফিনল্যান্ডের আবেদন অনুমোদন করলো। তুরস্ক এখনও অনুমোদন দেয়নি। এদিকে, বাকি ২৮টি সদস্যরাষ্ট্র অনুমোদন করলেও, সুইডেনের আবেদন এখনও অনুমোদন করেনি হাঙ্গেরি ও তুরস্ক। (ইয়াং/আলিম/ছাই)