যুক্তরাষ্ট্র ও কানাডাকে তাইওয়ানের ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করতে হবে: বেইজিং
2023-03-28 16:59:27

মার্চ ২৮: যুক্তরাষ্ট্র ও কানাডাকে তাইওয়ানের ব্যাপারে না-হক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। চীন এ ধরনের যে-কোনো আচরণের তীব্র বিরোধিতা করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর চীনসম্পর্কিত সাম্প্রতিক যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায়, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (সোমবার) বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উক্ত মন্তব্য করেন।

মাও নিং বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে চলে; উন্মুক্ততা ও সহনশীলতা এবং জয়-জয় সহযোগিতা অনুশীলন করে। চীন বরাবরই বিশ্বের শান্তি, উন্নয়ন, ও শৃঙ্খলার পক্ষের শক্তি হিসেবে কাজ করে আসছে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডা প্রায়শই অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার কথা বলে, অথচ চীনের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখণ্ডতার প্রশ্নে এদের ভূমিকা নেতিবাচক, যা দ্বৈতনীতি ও ভণ্ডামির পরিচায়ক। মনে রাখতে হবে, তাইওয়ান হলো চীনের অবিচ্ছেদ্য অংশ, চীনের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত একটি ইস্যু। এ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ বেইজিং কখনোই সহ্য করবে না। (ছাই/আলিম)