চীনা প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের ফোনালাপ
2023-03-28 16:50:44

মার্চ ২৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে  এক ফোনালাপে মিলিত হয়।

ফোনালাপে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, বর্তমানে চীন-সৌদি আরব সম্পর্ক ইতিহাসের শ্রেষ্ঠ সময় অতিক্রম করছে। চীন সৌদি আরবের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে, নতুন যুগে চীন-সৌদি আরব অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে, এবং মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি ইতিবাচক অবদান রাখতে চায়।

সি চিন পিং আরও বলেন, সাম্প্রতিক সময়ে এতদঞ্চলের দেশগুলোর মধ্যে উত্তেজনা কমতে দেখা যাচ্ছে। এতে প্রমাণিত হয় যে, সংলাপের মাধ্যমে মতভেদ দূর করা এতদঞ্চলের মানুষের অভিন্ন আকাঙ্খা। এ প্রেক্ষাপটে চীন অব্যাহতভাবে সৌদি আরবের সাথে ইরানের সংলাপকে সমর্থন দিয়ে যাবে।

জবাবে যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেন,  তাঁর দেশের সাথে ইরানের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখায় চীন ধন্যবাদ পাবার যোগ্য। এক্ষত্রে চীন একটি দায়িত্বশীল বড় দেশের দায়িত্ব পালন করেছে, যা প্রশংসনীয়।

যুবরাজ আরও বলেন, চীন হলো সৌদি আরবের গুরুত্বপূর্ণ সহযোগী ও অংশীদার। তাঁর দেশ চীনের সঙ্গে সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন সাফল্য অর্জন করতে চায়। (ছাই/আলিম)