তথাকথিত ‘গণতন্ত্র শীর্ষ সম্মেলনের’ লক্ষ্য বিভক্তি সৃষ্টি করা: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2023-03-28 17:29:58

মার্চ ২৮: যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র শীর্ষ সম্মেলন’-এর মূল লক্ষ্য বিভক্তি সৃষ্টি করা। একতরফাভাবে গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করার অধিকারও যুক্তরাষ্ট্রের নেই। এ ব্যাপারে চীন রাশিয়ার সাথে একমত। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

চীনা মুখপাত্র বলেন, তাঁর দেশ ইতোমধ্যেই তথাকথিত ‘গণতন্ত্র শীর্ষ সম্মেলন’ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে। প্রথম সম্মেলনেই এর অনেক ত্রুটি-বিচ্যুতি ফুটে উঠেছিল। যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করে, দ্বিতীয় সম্মেলন আয়োজন করে। এতে যুক্তরাষ্ট্রের ‘মিথ্যা গণতন্ত্র ও সত্যিকারের আধিপত্যবাদ’ প্রতিফলিত হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)