‘তোমার মিষ্টি’
2023-03-28 14:36:37

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফান সিয়াও সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ফান সিয়াও সুয়ান, ১৯৭৭ সালের ২৭ ফেব্রুয়ারি চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন নারী কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং একাধারে একজন অভিনেত্রী।

 

১৯৯৫ সালে ফান সিয়াও সুয়ানের প্রথম অ্যালবাম ‘রেইন (Rain)’ প্রকাশিত হয়। ১৯৯৮ সালে ফান সিয়াও সুয়ান চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উঠে ‘সুস্বাস্থ্যের গান’ পরিবেশন করেন এবং এর মাধ্যমে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সুয়ানের গান ‘আমি চাই, আমরা একসাথে থাকবো’। গানের কথায় বলা হয়, দূর থেকে বাতাস আসে, আমার মুখ, আমার হাত, আমার চুল, আমার হৃদয় এবং আমার চোখ ছুঁয়ে যায়। তুমি অনেক দূরে, সেই শহর, সেই পথ, সেই বাড়িঘর, সে জানালায় আছো। আমি শান্তভাবে তোমার দেয়া সিডি শুনছি। তবে কোনোভাবে প্রেমের অনুভূতি পাচ্ছি না। মনে আছে, তুমি বলো, আমরা প্রেমিকা হবো কি? প্রেমের দিনগুলোতে, জীবন এত সহজ হয়। শুধুই তোমার সঙ্গে থাকলে সব ভালো থাকে। আমি বলি, আমরা সবসময় একসাথে থাকবো, প্রেমের দিনগুলোতে, তোমাকে ভালোবাসা দারুণ মিষ্টি ব্যাপার। তোমাকে দেখি, তোমার সঙ্গে থাকি।

আচ্ছা, শুনুন এই মিষ্টি প্রেমের গান।

 

বন্ধুরা, এখন শুনুন ফান সিয়াও সুয়ানের গান ‘তোমার মিষ্টি’। গানের কথাগুলো এমন: তোমার মিষ্টি, আমাকে মুগ্ধ করেছে। যদিও অনেক বলে, মিষ্টি- শুধু ভাসা-ভাসা বিষয়। তোমার চোখ, ঝিকমিক তারা, আমার দৃষ্টি আকর্ষণ করেছে। হৃদয়ের সৌন্দর্য নির্ভরযোগ্য, বা, সুখের সৌন্দর্য গুরুত্বপূর্ণ, আমি চিন্তা করি না, সব ভুলে যাই। আবার, তোমার মিষ্টি, আমাকে আহত করতে পারে। এখন তুমি বলো, দুঃখিত, তবে কিছুই করা যায় না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাবো ফান সিয়াও সুয়ানের গান ‘তুষারমানব’। গানের কথায় বলা হয়, এত ঠান্ডা, তুষার এত গভীর হয়। মেরি ক্রিস্টমার্স ট্যু ইউ, আমার প্রিয় মানুষ। এত ঠান্ডা, পুরো শীত্কাল তোমার বাসার সামনে, তুমি কি তুষারমানব? আমি অপেক্ষা, আর অপেক্ষা করি। তুষার, এক একটি করে, আমাদের প্রেমের আকার তৈরি করে। আমার ভালোবাসা তোমার কারণে জন্ম হয়। তুষার, একটি একটি করে পড়ছে, আকাশ থেকে। দেখতে দেখতে বসন্তকাল আসছে, আর আমি আর থাকবো না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় নেয়ার আগে আপনাদের শোনাবো ফান সিয়াও সুয়ানের আরেকটি গান, গানের নাম ‘আগের বিশ্ব’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফান সিয়াও সুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)