চীন-ভানুয়াতু কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪১তম বার্ষিকীতে ছিন কাংয়ের ভিডিও-বার্তা
2023-03-27 17:35:45

মার্চ ২৭: গতকাল (রোববার) চীনের জাতীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং, চীন-ভানুয়াতু কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪১তম বার্ষিকী উপলক্ষ্যে, ভানুয়াতুর জাতীয় রেডিও ও টেলিভিশনের তৈরী "আমার চীনা গল্প" অনুষ্ঠানের জন্য একটি ভিডিও-বার্তা পাঠান।

বার্তায় ছিন কাং বলেন, ৪১ বছর আগে চীন ও ভানুয়াতুর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে, দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান করে এসেছে, একে অপরকে সমান বলে মেনে চলেছে, একে অপরকে বিশ্বাস ও সমর্থন করেছে, এবং পারস্পরিক সুবিধার জন্য আন্তরিকভাবে সহযোগিতা চালিয়েছে। চীন-ভানুয়াতু সম্পর্ক উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংহতি ও সহযোগিতার সম্পর্কের মডেল হয়ে উঠেছে।

ছিন কাং আরও বলেন, চীন ভানুয়াতুর সাথে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং ভানুয়াতুকে উন্নয়নের পথে নিজের অংশীদার হিসাবে বিবেচনা করে। চীন দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টির জন্য বিভিন্ন ক্ষেত্রে ভানুয়াতুর সাথে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও বাস্তব সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক। (ইয়াং/আলিম/ছাই)