মাই চুনলোং
2023-03-27 16:20:29

মাই চুনলোং বা মাই ইয়ুনরান ১৯৮৪ সালের ১৮ মার্চ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন গায়ক, অভিনেতা ও পরিচালক।

 

২০০২ সালে তিনি ইউনিভার্সাল মিউজিক গ্রুপের (ইউএমজি) সঙ্গে চুক্তি স্বাক্ষর করে পপসঙ্গীত গায়ক হিসেবে শোবিজে প্রবেশ করেন। একই বছর তিনি প্রথম ইপি “অন দ্যা রোড” প্রকাশ করেন। ২০০৩ সালে তিনি ২৫তম দশটি শীর্ষ চীনা সোনার গান পুরস্কারে সবচেয়ে প্রতিশ্রুতিশীল নতুন পুরুষ শিল্পী ব্রোঞ্জ পুরস্কার জিতেন। ২০১০ সালে তিনি “প্রতিশোধ: একটি প্রেমের গল্প” চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালের জুলাই মাসে তিনি চলচ্চিত্রটি দিয়ে “১৫তম দক্ষিণ কোরিয়ার পুচন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যালে” “সেরা অভিনেতা” পুরস্কার জিতেন। ২০১৩ সালের অক্টোবর মাসে তাঁর পরিচালিত চলচ্চিত্র “পেশী সংকোচন” প্রকাশিত হয়। চলচ্চিত্রটিকে হংকং ফিল্ম অ্যাওয়ার্ডসে ৯টি মনোনয়ন দেয়া হয়।

 

২০০৬ সালে মাই চুনলোং “বিপরীতমুখী হাঁটা” নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে যেন মাই চুনলোং শ্রোতাদের সঙ্গে রোমান্টিক ও উষ্ণ আমেজ প্রেমের পথে হাঁটাহাঁটি করে ভালোবাসার রাষ্ট্র তৈরি করার মতো। বন্ধুরা, আমি অ্যালবাম থেকে দু’টো গান আপনাদের জন্য বেছে নিয়েছি, গান দু’টোর নাম হলো “ক্ষোভ ধরে রাখা” এবং “কেউ নেই”। 

 

“স্বপ্নের জন্ম” মাই চুনলোং ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত একটি অ্যালবাম। এতে মোট ৬টি গান অন্তর্ভুক্ত হয়। দু’জন ব্যক্তিগত স্টাইলের গীতিকার যথাক্রমে তিনটি গানের মাধ্যমে কাঠ থ্রাশ সম্পর্কিত প্রেমের গল্প এবং এক জীবন থেকে অন্য জীবনে স্থানান্তরের অভিজ্ঞতা বলা হয়েছে। দু’টো অংশের তীব্র তুলনা লক্ষণীয় করার জন্য তিনটি গানের নামই ইংরেজিতে রাখা হয় এবং অন্য তিনটি গানের নাম চারটি চীনা অক্ষর দিয়ে রাখা হয়। মাই চুনলোং প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে অ্যালবামের প্রযোজক হন। 

“রাশমন” হলো মাই চুনলোং এবং হংকংয়ের গায়িকা শিয়ে আনছি’র সঙ্গে গাওয়া একটি যৌথ গান। গানটি তাঁর ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর প্রকাশিত অ্যালবাম “অ্যাডেনডামে” অন্তর্ভুক্ত হয়। ২০০৪ সালে মাই চুনলোংয়ের “ক্ষোভ ধরে রাখা” গান তরুণদের হৃদয়ের কথা বলেছে। ২০১৪ সালে “কখনই ভুলনা” গানটি “ক্ষোভ ধরে রাখা” গানের পরিণাম হিসেবে প্রকাশিত হয়। সুতরাং “রাশমন” হলো “ক্ষোভ ধরে রাখা” এবং “কখনই ভুলনা” দু’টো গানের বর্ণনা ভাবাবেগের চূড়ান্ত ফলাফল হিসেবে এটি দেখায় যে নায়িকার মোহ ভুলভাবে স্থানান্তরিত হয় এবং একটি দুঃখজনক পরিণতিতে শেষ হয়। আসলে তিনটি গান ট্রিলজিতে পরিণত হয়েছে। 

 

বন্ধুরা, এতক্ষণ আপনারা যে গান শুনেছেন, তা মাই চুনলোংয়ের “অ্যাডেনডামে” নামক অ্যালবাম থেকে নেয়া। তিনটি গান অন্তর্ভুক্ত হওয়া অ্যালবামে অন্য একটি যৌথ গান আছে। সেটি হলো “ত্রুটি”। তিনি এবার বিখ্যাত শিল্পী ক্যারেন মোকের সঙ্গে গানটি গান। 

 

(প্রেমা/এনাম)