বিজ্ঞানবিশ্ব ১১তম পর্ব
2023-03-27 18:51:04

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাপ্তাহিক আয়োজন: বিজ্ঞানবিশ্ব

১১তম পর্বে যা থাকছে:

* চ্যাটজিপিটিকে টেক্কা দিতে পাইতুর আর্নি বট 

* আল্ট্রা থিন গ্লাস বানিয়ে মহাকাশ গবেষণায় ভূমিকা রাখলো বেসরকারি প্রতিষ্ঠান

* শেনচেনের বাজারে হুয়াওয়ের নতুন স্মার্টফোন সিরিজ পি সিক্সটি 

 

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে পাইতুর আর্নি বট

 

সম্প্রতি মুক্তি পেলো চাইনিজ টেক জায়ান্ট পাইতুর তৈরি আর্নি বট। চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এই কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বাজারে এনেছে কোম্পানিটি। তবে জিপিটি-ফোর চলে আসার পর প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর উচিত হবে অ্যালগরিদম, কম্পিউটিং পাওয়ার এবং ট্রেইনিং ডেটা আরও সমৃদ্ধ করা। কেননা জিপিটি-ফোর কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নিয়ে এসেছে এক যুগান্তকারী পরিবর্তন। শুধু লেখাই নয়, জিপিটি-ফোরের হাত ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বুঝতে পারে ছবিও, পাশপাশি এর সক্ষমতাও বেশ ভালো। 

গত ২৩ মার্চ চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন কোম্পানি পাইতু মুক্তি দিয়েছে তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট আর্নি বটকে। এসময় চীনের সাধারণ জনগণের সামনে আর্নি বটের সক্ষমতার এক ঝলক দেখায় পাইতু। সাহিত্য ও ব্যবসায়িক লেখা, গণিত, চীনা ভাষা বোঝা এবং মাল্টিমোডাল জেনারেশনে আর্নি বটের সক্ষমতা প্রদর্শন করা হয়।

পাইতুর সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও রবিন লি বলেন, আর্নি বট নিখুঁত না হলেও কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বৃদ্ধি পাওয়ায় তারা এটি দ্রুত উন্মুক্ত করলো।

তিনি বলেন, “আর্নি বট নিখুঁত নয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে বলে চ্যাটবটটি এখনই বাজারে নিয়ে আসলাম আমরা। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বৃদ্ধি পাবার সাথে সাথে মডেলটির দ্রুত উন্নয়ন ঘটানো হবে।”

লি মনে করেন, মাল্টিমোডাল মডেল জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ। টেক্সট কমান্ডের ওপর ভিত্তি করে টেক্সট, ছবি, অডিও ও ভিডিও তৈরি করার ক্ষমতাকে বলা হয় মাল্টিমোডাল মডেল।

লি বলেন, আর্নি বট ক্লাউড কম্পিউটিং সংস্থাগুলোর ব্যবসার পরিধি বাড়াবে।

“আমরা বিশ্বাস করি, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চেনা-জানা প্রতিটি শিল্পে বিপ্লব ঘটাবে। জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন ঘটবে কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে,” বলেন লি। 

চায়না ইলেকট্রনিক কমার্স এক্সপার্ট সার্ভিস সেন্টারের উপ প্রধান কু ও থাও বলেন, এসব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট প্রযুক্তিগুলোর কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট প্রযুক্তিগুলোর কিছু সীমাবদ্ধতা আছে। এগুলো থেকে পাওয়া তথ্যের যথার্থতা নিয়েও প্রশ্ন আছে। এর ফলে কপিরাইট সুরক্ষা, একাডেমিক প্রতারণা ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নিয়ে উদ্বেগ বাড়ছে।“

গত বৃহস্পতিবার থেকে ব্যবহারকারীদের ইনভাইটেশন কোডের ভিত্তিতে ট্রায়ালের জন্য উন্মুক্ত করা হয়েছে আর্নি বটকে এবং শীঘ্রই আরও ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে পাইতু। এ পর্যন্ত ৬৫০টিরও বেশি কোম্পানি আর্নি ইকোসিস্টেমে যোগ দিয়েছে।

 

|| প্রতিবেদন: আব্দুল্লাহ আল মামুন

|| সম্পাদনা: সাজিদ রাজু

 

আল্ট্রা থিন গ্লাস বানিয়ে মহাকাশ গবেষণায় ভূমিকা রাখলো বেসরকারি প্রতিষ্ঠান

চীনের মহাকাশ গবেষণায় যুক্ত হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানও। মহাকাশে চীনের নিজস্ব স্পেস স্টেশন ‘থিয়ানকং’ নির্মাণে ব্যবহার করা হয়েছে উত্তর চীনের হুবেই প্রদেশের একটি গ্লাস বা কাঁচ উৎপাদনকারী প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন সামগ্রী। বিশেষ করে মহাকাশের ক্ষতিকর আলোকরশ্মি, অতিরিক্ত তাপ ও বৈরি আবহাওয়া থেকে মহাকাশ স্টেশন ও মহাকাশযানকে সুরক্ষা দেবে এই আল্ট্রা থিন গ্লাস। 

মহাকাশ অভিযানের অংশ হয়েছে চীনের বেসরকারি খাতও। বিশেষ করে উদ্ভাবনী আল্ট্রা-থিন গ্লাস নির্মাণ কোম্পানির তৈরি করা গ্লাস ব্যবহার করা হচ্ছে মহাকাশ অভিযানের নানা যন্ত্রপাতিতে।

উত্তর চীনের হেবেই প্রদেশের ছিনহুয়াংতাও শহরে অবস্থিতি এই কারখানাটি। কোম্পানিটির ব্যবস্থাপক লিউ ইলিন জানান, মহাকাশে পাঠানোর জন্য গ্লাসটিকে সবচেয়ে হালকাভাবে তৈরি করাই ছিলো প্রধান চ্যালেঞ্জ। 

তিনি বলেন, “মহাকাশে যে কোন কিছু পাঠানোর আগে তার ওজন কমাতে হয়। কাজেই আমাদের তৈরি কাচগুলোকেও খুবই পাতলা করা হয়েছে। এমনই পাতলা যে এটা কেবল কয়েক শ’ মিলিমিটার নয় বরং মানুষের চুলের চেয়েও পাতলা করা হয়েছে। আবার কেবল পাতলা করলেই হয়নি, এর কার্যকারিতাও ঠিক রাখতে হয়েছে। কারণ, এটাতো সবার জানা যে মহাকাশে নানা রকমের বিকিরণ হয়, অনেক ধরনের আলোক রশ্মি থাকে যা থেকে তেজস্ক্রিয়তা ছড়ায়। সেক্ষেত্রে আবার মোটা গ্লাস বেশি কার্যকর। কাজেই কারিগরি যেসব শর্ত ছিলো তা পূরণ করে এমন এক ধরনের আল্ট্রা-থিন গ্লাস তৈরি করতে হয়েছে যা সব ধরনের বিকিরণ ঠেকাতে পারে। এটা খুব কঠিন কাজ ছিরো কিন্তু আমরা এটাকেই সম্ভব করতে পেরেছি।“ 

এই কোম্পানির তৈরি করা গ্লাসগুলো মহাকাশে চীনের নিজস্ব স্পেস স্টেশন থিয়ানকংয়ে ব্যবহার করা হয়েছে। কেবল তাই নয়, মহাকাশে পাঠানো যে কোন যন্ত্র ও সরঞ্জামেও ব্যবহার করা হয়েছে এই আল্ট্রা থিন গ্লাস। ফলে প্রায় ৪ লাখ শিট গ্লাস তৈরি করতে হয়েছে কোম্পানিটিকে। এর বিশেষত্ব হলো, দেখতে প্লাস্টিকের মতো হলেও এই গ্লাসটি খুবই নমনীয়। ছিনহুয়াংতাও সিনচিয়ান স্পেশাল গ্লাস কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা লু ইয়ং জানান, মহাকাশ স্টেশনে স্থাপন করা মেংতিয়ান ল্যাব মডিউলের সোলার প্যানেলের জন্য বানানো হয়েছে প্রায় দেড় লাখ শিট।

তিনি বলেন, “যদিও আমাদের এটা প্রাইভেট প্রতিষ্ঠান, তবে আমাদের প্রত্যেকেরই দেশের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ও দেশ গড়ার ব্যাপারে শক্ত মনোভাব ও বিশ্বাস আছে। জাতীয় স্পেস মিশনে অংশ নেওয়ার মতো এমন একটি দায়িত্ব আমাদের জন্য নিশ্চয়ই এক বিশাল সম্মানের বিষয়।”

কোম্পানিটি জানায়, প্রায় ১ দশকের উন্নয়ন ও গবেষণার পর এখন উৎপাদন খরচ অনেক কমে এসেছে। একইসঙ্গে মহাকাশ গবেষণার মতো কাজে এই গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মতো আড়াই শতাধিক বেসরকারি কোম্পানিকে যুক্ত করতে পারা চীনের জন্য এক বিরাট অর্জন বলেও মনে করে সংশ্লিষ্টরা।

|| প্রতিবেদন: সাজিদ রাজু

 

শেনচেনের বাজারে হুয়াওয়ের নতুন স্মার্টফোন সিরিজ পি সিক্সটি 

 

কার ফোনে কত ভালো ফিচার থাকবে, সেই প্রতিযোগিতায় নেমেছে মোবাইল ফোন কোম্পানিগুলো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হুয়াওয়ে চীনের শেনচেন বাজারে ছেড়েছে তার অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ পি সিক্সটি।

চীনের শেনচেংয়ের বাজারে এলো হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ পি সিক্সটি। সিরিজটির নতুন সব ফিচার ইতোমধ্যেই নজর কেরেছে স্মার্টফোনপ্রেমীদের।

সিরিজটিতে একটি নতুন ব্যাক ডিজাইন, একটি আপগ্রেডেড ক্যামেরা সিস্টেম এবং বিশেষ দ্বিমুখী স্যাটেলাইট মেসেজিং ফিচার যুক্ত করা হয়েছে। 

এবারের পি সিক্সটি সিরিজের ফোনটি দুটি রঙে বাজারে এসেছে। হুয়াওয়ের ভোক্তা বিভাগের প্রধান এরিক ইউ বলেন, ‘গ্রাহকদের নতুন ডিজাইন উপহার দিতে আমরা আমাদের স্মার্টফোনে নতুন  উপাদান ব্যবহার করেছি।’ 

তিনি বলেন, "প্রতিটি রোকোকো-স্টাইলের ফোন দেখতে অন্যরকম। নতুন ডিজাইন তৈরির জন্য আমরা এই স্মার্টফোনে একটি নতুন উপাদান ব্যবহার করেছি।"

নতুন এই সিরিজে আছে পি সিক্সটি আর্ট নামে অতিরিক্ত একটি ফিচার, যার সঙ্গে রয়েছে অপ্রচলিত গড়নের একটি ক্যামেরা মডিউল।

নতুন ফোনের স্থিরচিত্র ধারণের ক্ষমতা উন্নত করতে এর ওয়াইড-এঙ্গেল ক্যামেরাকে পেরিস্কোপ লেন্স, ওআইএস এবং অন্যান্য বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত করা হয়েছে, যা সাধারণত পেশাদার ক্যামেরায় পাওয়া যায়।

এরিক ইউ বলেন, পি সিক্সটি-এর টেলিফটো ক্যামেরা অ্যাপলের আইফোন ফোরটিন প্রো ম্যাক্স থেকে ৪৪৮ শতাংশ বেশি ইনকামিং লাইট পাবে।

"আমরা কেবল নিজেরা নতুন লেন্স ডিজাইনই করিনি বরং সেগুলি নিজেরাই তৈরি করেছি," বলেন ইউ। 

ইউ আরও বলেন,  গ্যালারি অ্যাপটিও আপগ্রেড করা হয়েছে, যা "চ্যাটজিপিটি-র মতো" কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি বা লেখা অনুসন্ধান করতে সক্ষম। এছাড়া  চীনের পেইতু স্যাটেলাইটের মাধ্যমে ম্যাসেজিংয়ের জন্য হুয়াওয়ে তার স্যাটেলাইট মেসেজিং ফিচারও আপগ্রেড করেছে।

এই ফোন ব্যবহারকারীরা যদি মাঝপথে কোথাও আটকা পড়েন তবে স্যাটেলাইটের মাধ্যমে উদ্ধারকারীদের কাছে বার্তা পাঠাতে সক্ষম এই ফোন।

কনফারেন্সে অন্যান্য পণ্যও উন্মোচন করেছে হুয়াওয়ে, যার মধ্যে রয়েছে কোম্পানিটির সপ্তম ফোল্ডেবল ফোন মেট এক্স থ্রি, একটি উন্নতমানের অত্যাধুনিক স্মার্টওয়াচ এবং পানির ফোটা আকৃতির তারবিহীন ইয়ারবাডস।

 

|| প্রতিবেদন: নাজমুল হক রাইয়ান

|| সম্পাদনা: শিহাবুর রহমান

 

 

অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের তা আমাদের জানাতে পারেন facebook.com/CMGbangla পেজে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভিডিও প্রতিবেদন দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল CMG Bangla।

 

পরিকল্পনা, প্রযোজনা ও অডিও সম্পাদনা- আব্দুল্লাহ আল মামুন

 

স্ক্রিপ্ট সম্পাদনা: সাজিদ রাজু, শিহাবুর রহমান

 

সার্বিক তত্ত্বাবধান- ইউ কুয়াং ইউয়ে আনন্দী