কিউবার দশম জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি নির্বাচন
2023-03-27 16:56:08

মার্চ ২৭: কিউবায় গতকাল (রোববার) দশম জাতীয় গণকংগ্রেসের ৪৭০ জন প্রতিনিধি নির্বাচিত হন। এদিন গোটা দেশে ২৩ সহস্রাধিক ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলে সকাল ৭টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বারমুদেজ তাঁর জন্মস্থান ভিলা প্রদেশের রাজধানী সান্তা ক্লারা শহরে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, কিউবার জনগণ বিপ্লবের সাফল্য ও সমাজতন্ত্র ধরে রাখবে এবং নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করে যাবে। 

জাতীয় গণকংগ্রেস হলো কিউবা’র জাতীয় আইন প্রণয়ন সংস্থা। নির্বাচিত সদস্যদের কার্যমেয়াদ ৫ বছর। আগামী ১৯ এপ্রিল দশম জাতীয় গণকংগ্রেসে নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। (ছাই/আলিম)