‘চীনা গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষা’ নিয়ে বিশেষজ্ঞ ও পণ্ডিতদের আলোচনা
2023-03-27 11:09:37

মার্চ ২৭: গতকাল (রোববার) সকালে ‘চীনা গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক সেমিনার হুনান প্রদেশের ছাংশা শহরে অনুষ্ঠিত হয়েছে।  ৩০জনের বেশি বিশেষজ্ঞ ও পণ্ডিত চীনা গণতন্ত্র এবং চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের আলোকে মানবাধিকার সুরক্ষার চেতনা ও অনুশীলন নিয়ে আলোচনা করেছেন।


চীনের মানবাধিকার গবেষণালয়ের উপ-প্রধান লু কুয়াংচিন মনে করেন, গণতন্ত্র হলো মানবজাতি রাজনৈতিক সভ্যতার গুরুত্বপূর্ণ ফলাফল এবং সব মুক্ত ও উন্নয়ন প্রত্যাশী মানুষের আকাঙ্ক্ষা। চীনা গণতন্ত্র- চীনে জন্ম নিয়েছে ও চীনে বড় হয়েছে। যা চীনের রাজনৈতিক সভ্যতার সাফল্য।

নর্থওয়েস্ট ইউনিভার্সিটি অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ল’র স্থায়ী উপ-পরিচালক ছিয়ান চিনইয়ু মনে করেন, চীনের সম্পূর্ণ প্রক্রিয়া জনগণের গণতন্ত্র আসলে জনগণের অংশগ্রহণকারী কেন্দ্রীয় উপাদান। যা নতুন ধরনের গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করে। যা পশ্চিমা গণতন্ত্রের চেয়ে ভিন্ন।

কুয়াংতোং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ছেন ইয়োউ মনে করেন, চীনা গণতন্ত্র শুধু পদ্ধতি নয়, বরং উদ্দেশ্য ও পদ্ধতির জৈবিক বন্ধন। মানবাধিকারের প্রতি সম্মান ও রক্ষা করা চীনা গণতন্ত্রের চেতনা। যা মানুষের মুক্তি ও সমতা বাস্তবায়নের নতুন ধরনের গণতান্ত্রিক রূপ।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)