রাশিয়া বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করবে না: মস্কো
2023-03-27 17:14:48

মার্চ ২৭: কোনো কোনো দেশ রাশিয়াকে বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেও, রাশিয়া সংস্থাটি থেকে সরে আসবে না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের পরিচালক সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, সদস্য হিসেবে সংস্থাটিতে থেকে যাওয়ার যুক্তিসঙ্গত কারণ আছে। রাশিয়া সমতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, আগ্রহী উন্নয়নশীল দেশগুলোর সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের মাধ্যমে রাশিয়া এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সহযোগিতা চালাতে চায়। (ছাই/আলিম)