হন্ডুরাস-চীন কূটনৈতিক সম্পর্ক আন্তর্জাতিক সাধারণ প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ: চীনা মুখপাত্র
2023-03-27 17:34:32

মার্চ ২৭: চীনের জাতীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের মুখপাত্র মা শিয়াও কুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, হন্ডুরাস ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন আন্তর্জাতিক সাধারণ প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, বিশ্বে একটিই চীন রয়েছে এবং তাইওয়ান সেই চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। আর ‘এক-চীননীতি’ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাধারণভাবে গ্রহণযোগ্য একটি নীতি এবং চীনের সাথে যে-কোনো দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। হন্ডুরাস তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনের সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল ধারায় ফিরেছে, যা সঠিক সিদ্ধান্ত। (ইয়াং/আলিম/ছাই)