‘জাতীয় খাদ্য নিরাপত্তা সম্পর্কে সি চিন পিংয়ের উক্তি‘ প্রকাশিত
2023-03-27 21:51:48

মার্চ ২৭ঃ চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য গবেষণা ইনস্টিটিউট সম্পাদিত ‘জাতীয় খাদ্য নিরাপত্তা সম্পর্কে সি চিন পিংয়ের উক্তি‘ শীর্ষক গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হয়েছে। 

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশের সবচেয়ে বড় কাজ। সিপিসির কেন্দ্রীয় কমিটি জাতীয় খাদ্য নিরাপত্তার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং সর্বদা দেশ পরিচালনার ক্ষেত্রে ১৪০ কোটি মানুষের খাদ্যসমস্যা সমাধানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। সি চিন পিং বলেন, কৃষি ও গ্রামীণ এলাকার আধুনিকীকরণ ত্বরান্বিত করতে, জাতীয় খাদ্য নিরাপত্তা কৌশল বাস্তবায়ন করতে, শস্য সংরক্ষণের ওপর জোর দিতে, সবচেয়ে কঠোরভাবে আবাদযোগ্য ভূমি রক্ষা করতে, বীজ প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন করতে হবে।

‘জাতীয় খাদ্য নিরাপত্তা সম্পর্কে সি চিন পিংয়ের উক্তি‘ গ্রন্থে ২০১২ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত সি চিন পিংয়ের বিভিন্ন প্রতিবেদন, বক্তৃতা, অভিনন্দনপত্র, নির্দেশনাসহ ৮০টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রকাশনা থেকে সি চিন পিংয়ের উক্তি বা বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। (ছাই/আলিম)