লাওসের সাথে চীনা কোম্পানির পটাশ শিল্প পার্কবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত
2023-03-26 16:41:48

মার্চ ২৬: গত ২৪ মার্চ লাওসের সরকার এবং চীনের চুংনং পটাশ সার কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে দু’পক্ষ "পটাশ ইন্টারন্যাশনাল স্মার্ট সার্কুলার ইন্ডাস্ট্রিয়াল পার্ক" প্রকল্প বাস্তবায়নে এ স্মারক স্বাক্ষর করে।

প্রস্তাবিত শিল্প পার্কটি তিনটি ভাগে বিভক্ত: পটাশ শিল্প পার্ক, নন-পটাসিয়াম শিল্প পার্ক, এবং সাবপটাসিয়াম শহর। প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ৪৩১ কোটি মার্কিন ডলার।

লাওসের পরিকল্পনা ও বিনিয়োগ উপমন্ত্রী খান চ্যান বলেন, লাও সরকার শিল্প পার্ক প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নকে সম্পূর্ণভাবে সমর্থন করে এবং চীনের সাথে যৌথভাবে একটি মডেল প্রকল্প বাস্তবায়ন করতে চায়, যা লাওসের অর্থনৈতিক উন্নয়নে আরও উত্সাহ যোগাবে।

চুংনং পটাশ ফার্টিলাইজারের নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপক থুং ইয়ং হেং বলেন, বাস্তবায়িত হওয়ার পর প্রকল্পটি প্রতিবছর লাওসের জন্য প্রায় ৩২ কোটি মার্কিন ডলার রাজস্ব বয়ে আনবে, ৩০ হাজার থেকে ৫০ হাজার লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে, এবং লাওসের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (ইয়াং/আলিম/ছাই)