বেইজিংয়ে ছিন কাংয়ের সঙ্গে মার্কিন মৈত্রী সংস্থা এবং বাণিজ্য ও শিল্প মহলের প্রতিনিধিদের সাক্ষাত
2023-03-26 15:33:16

মার্চ ২৬: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং গতকাল (শনিবার) বেইজিংয়ে মার্কিন মৈত্রী সংস্থা এবং বাণিজ্য ও শিল্প মহলের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ছিন কাং বলেন, সুস্থ, স্থিতিশীল ও গঠনমূলক চীন-মার্কিন সম্পর্ক উন্নয়নের মনোভাব থেকে সরে আসেনি বেইজিং। চীন সবসময় দু’দেশের মধ্যে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, ও সহযোগিতার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলার পক্ষে।

ছিন কাং আরও বলেন, যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে দমনমূলক আচরণ বন্ধ করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পথে বাধা দূর করতে সচেষ্ট হবে বলে বেইজিং আশা করে। মার্কিন শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য আরও ভালো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি।

এসময় মার্কিন প্রতিনিধিরা বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের জন্য এবং দু’দেশের সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করে যাবে মার্কিন শিল্প ও বাণিজ্য মহল। চীন-মার্কিন ফ্লাইটের সংখ্যা বাড়াতে, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিনিময় জোরদার করতে, এবং দু’দেশের মধ্যে আর্থ-বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা গভীরতর করতে যুক্তরাষ্ট্র ইচ্ছুক বলেও জানান তাঁরা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)