চীন উন্নয়ন ফোরামে সি চিন পিংয়ের শুভেচ্ছাবার্তা
2023-03-26 16:35:05

মার্চ ২৬: আজ (রোববার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘চীন উন্নয়ন ফোরাম, ২০২৩’-এর বার্ষিক সভার সাফল্য কামনা করে একটি শুভেচ্ছাবার্তা পাঠান।

শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, বর্তমান বিশ্ব অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, স্থানীয় সংঘাত ও অস্থিতিশীলতা বাড়ছে, এবং বিশ্ব অর্থনীতির  পুনরুদ্ধারের গতিও ধীর। এ পরিস্থিতির উন্নয়নে ঐকমত্য ও সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, চীনের ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপক সমর্থন ও ইতিবাচক সাড়া পেয়েছে। চীন উন্মুক্তকরণের মৌলিক জাতীয় নীতি মেনে চলবে, দৃঢ়ভাবে একটি পারস্পরিক কল্যাণকর ও জয়-জয় নীতি অনুসরণ করে যাবে, এবং চীনের নতুন উন্নয়নের সুযোগ বিশ্বের সাথে ভাগাভাগি করবে।

উল্লেখ্য, ‘চীন উন্নয়ন ফোরাম, ২০২৩’-এর বার্ষিক সভা রোববার বেইজিংয়ে শুরু হয়। চীনের জাতীয় পরিষদের উন্নয়ন গবেষণাকেন্দ্রের উদ্যোগে আয়োজিত সভার মূল প্রতিপাদ্য হচ্ছে: "অর্থনৈতিক পুনরুদ্ধার: সুযোগ ও সহযোগিতা"। (ইয়াং/আলিম/ছাই)