কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্যে জবরদস্তির মোকাবিলায় সহযোগিতার কথা উঠে এসেছে: চীনা মুখপাত্র
2023-03-25 16:44:10

মার্চ ২৫: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সাম্প্রতিক বক্তব্যে জবরদস্তি ও গুন্ডামির মোকাবিলায় সহযোগিতার কথা উঠে এসেছে; তাঁর বক্তব্যে এতদঞ্চলের দেশগুলোর আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।

মুখপাত্র বলেন, গত বছর আরসিইপি কার্যকর হওয়ার পর, চীনের সাথে আসিয়ানের বাণিজ্য ১৫ শতাংশ বৃদ্ধি পায়। বিশেষ করে, চীনে আসিয়ান দেশগুলোর কৃষিপণ্যের রফতানি বেড়েছে ২১.৩ শতাংশ। বস্তুত, চীন সবসময় উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতির পক্ষে কাজ করে যাচ্ছে।  

উল্লেখ্য, সম্প্রতি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বলেন, চীনের উন্নয়ন কম্বোডিয়া, এমনকি গোটা আসিয়ানের জন্য কল্যাণকর। কেউ চীনের উন্নয়ন-প্রক্রিয়াকে থামাতে পারবে না। দুষ্ট প্রতিযোগিতায় সকল পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, শুধুমাত্র সহযোগিতা জোরদার করার মাধ্যমে পারস্পরিক সুবিধা ও জয়-জয় ফলাফল অর্জন করা যায়। কম্বোডিয়া অন্য দেশকে দমন করার কোনো প্রচেষ্টার ‘অংশীদার’ হবে না বলেও তিনি উল্লেখ করেন।  (ছাই/আলিম)