অন্য দেশের কোম্পানিকে অযৌক্তিকভাবে দমনের নীতি ত্যাগ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান
2023-03-25 18:22:29

মার্চ ২৫: যুক্তরাষ্ট্রের উচিত বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিযোগিতার নীতিকে সম্মান করা এবং অন্য দেশের কোম্পানিকে অযৌক্তিকভাবে দমন করার নীতি পরিত্যাগ করা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের শুনানিতে টিকটকের সিইও-র উপস্থিতি বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মাও নিং বলেন, "আমি জোর দিয়ে বলতে চাই যে, চীন সরকার আইন অনুসারে বিভিন্ন উপাত্তের গোপনীয়তা ও সুরক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীনাদের জন্য বিদেশি উপাত্ত, তথ্য ও বুদ্ধিমত্তা সংগ্রহ বা সরবরাহ করার জন্য কোম্পানি বা ব্যক্তির প্রয়োজন হয় না এবং হবে না। মার্কিন সরকার এখনও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি যে, টিকটক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, অথছ বারবার একে অপরাধী সাব্যস্ত করছে এবং অযৌক্তিকভাবে সংশ্লিষ্ট কোম্পানিকে দমন করছে। আমরা আরও লক্ষ্য করেছি যে, মার্কিন কংগ্রেসের কিছু সদস্য বলেছেন যে, টিকটক নিষিদ্ধ করতে চাওয়া জেনোফোবিক রাজনৈতিক নিপীড়ন। মার্কিন পক্ষের উচিত, বাজার অর্থনীতি এবং ন্যায্য প্রতিযোগিতার নীতিমালাকে আন্তরিকভাবে সম্মান করা এবং অন্যান্য দেশের কোম্পানিকে অযৌক্তিকভাবে দমন করার নীতি পরিত্যাগ করা।  যুক্তরাষ্ট্রে উচিত একটি উন্মুক্ত, ন্যায্য, ন্যায়সঙ্গত এবং বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি করা, যাতে সারা বিশ্বের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে ও পরিচালিত হতে পারে।" (ইয়াং/আলিম/ছাই)