২২ থেকে ২৩ মার্চ পর্যন্ত “গণতন্ত্র: মানবজাতির অভিন্ন মূল্য” শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও গবেষকরা এতে অংশগ্রহণ করেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন। এর মধ্যে বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি ডঃ জাইদি সাত্তারও রয়েছেন। ডঃ সাত্তার বাংলাদেশের বাণিজ্যনীতি বিষয়ক একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত। ড. জাইদি সাত্তার ২০০৯ সাল থেকে বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন। পিআরআই বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক।
জনাব জাইদি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, আমেরিকার ক্যাথলিক বিশ্ববিদ্যালয়, বোস্টন বিশ্ববিদ্যালয় এবং ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অধ্যাপনা করেছেন। তিনি বাংলাদেশ সরকারের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং দুটি পরিপ্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নকারী বিশেষজ্ঞদের একজন। চলুন তাহলে, ডঃ জাইদি সাত্তারের সঙ্গে আড্ডা দিই।