একই চাঁদনী
2023-03-25 15:28:44

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী স্যু জিয়া ইংয়ের সাথে পরিচয় করিয়ে দিবো। আর তার সুললিত কণ্ঠে গাওয়া বেশ কয়েকটি গান শুনাবো। সু জিয়া ইং ১৯৮৪ সালের ২০ সেপ্টেন্বর চীনের তাইওয়ানের তাইচুং শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত খুব পছন্দ করতেন। ৮ বছর বয়সে তিনি পিয়ানো শিখতে শুরু করেন। উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় ইং গিটার ও ড্রাম বাজানো শেখেন। সে সময় থেকেই স্যু জিয়া ইং নানা ধরনের গানের প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। সঙ্গীতের প্রতি তার আগ্রহ আরও বাড়াতে থাকে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘একই চাঁদনী’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু জিয়া ইংয়ের কন্ঠে ‘একই চাঁদনী’ শীর্ষক গান। গান গাওয়া ছাড়া তিনি নিজে সুর সৃষ্টি করেন। একসময় তার সঙ্গীত প্রতিভা ক্রমশ সকলের সামনে প্রকাশিত হতে শুরু করে। ২০০৮ সালে স্যু জিয়া ইং তাইওয়ানে 'সুপার স্টার এভিনিউ' নামের সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়ন হওয়ার পর স্যু জিয়া ইং নিজের পেশা নার্সের কাজ ছেড়ে দেন। একজন পেশাদার কন্ঠশিল্পী হিসেবে সঙ্গীতজীবন শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘এ পর্যন্ত’ শীর্ষক গান শোনাবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু জিয়া ইংয়ের কন্ঠে ‘এ পর্যন্ত’ শীর্ষক গান। ২০০৯ সালের মে মাসে তিনি তার প্রথম অ্যালবাম—'স্যু জিয়া ইং' প্রকাশ করেন। এই অ্যালবামের জন্য তিনি দশম চীনা সঙ্গীত মিডিয়া পুরস্কারের শ্রেষ্ঠ ম্যান্ডারিন কন্ঠশিল্পী ও শ্রেষ্ঠ সুরকার হিসেবে স্বীকৃতি পান। ২০১০ সালের জুলাই মাসে স্যু জিয়া ইং দ্বিতীয় অ্যালবাম 'সীমা' প্রকাশ করেন। একই সালে তিনি তার প্রথম কনসার্টেরও আয়োজন করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হঠাৎ আমি তোমাকে মিস করি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু জিয়া ইংয়ের কন্ঠে ‘হঠাৎ আমি তোমাকে মিস করি’ শীর্ষক গান। ২০১২ ও ২০১৪ সালে স্যু জিয়া ইং যথাক্রমে তার তৃতীয় অ্যালবাম 'আদর্শ জীবন' ও চতুর্থ অ্যালবাম 'অনুসন্ধান নোটিশ' প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি চতুর্থ অ্যালবাম 'অনুসন্ধান নোটিশ'–এর জন্য তাইওয়ানের 'গোল্ডেন সুর' পুরস্কারের জন্য মনোনয়ন পান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হারিয়ে যাওয়া বালির বার’ শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু জিয়া ইংয়ের কন্ঠে ‘হারিয়ে যাওয়া বালির বার’ শীর্ষক গান। স্যু জিয়া ইংয়ের কণ্ঠস্বর খুবই মিষ্টি ও স্পষ্ট। বয়সে তরুণ হলেও তার কন্ঠে প্রবল আবেগ অনুভব করা যায়। এ ছাড়াও তার নিজের রচিত গানগুলো খুবই বৈশিষ্টমন্ডিত ও নান্দনিক।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাবো তার কন্ঠে 'সাদা ঘোড়ায় চড়া' শিরোনামের একটি গান। এই গানটি তাইওয়ানের লোকযাত্রা কো জেয়াই সি থেকে নিয়ে সৃষ্টি করা হয়েছে। এই কো জেয়াই সিতে দু'জনের মর্মস্পর্শী প্রেম ও ভালোবাসা বর্ণনা করা হয়েছে। গানটিতে বর্ণনা করা প্রধান চরিত্র ১৮ বছর ধরে সীমান্তে যুদ্ধ করে পরে বিজয়ী হয়। পরে সে সাদা ঘোড়ায় চড়ে তার প্রমিকার কাছে ফিরে আসে। সেই পুনর্মিলনের দৃশ্যই মূলত এ গানে ফুটিয়ে তোলা হয়েছে। স্যু জিয়া ইং এই গান দিয়ে  গানের প্রতিযোগিতা 'সুপার স্টার এভিনিউ' জয় করেন। তিনি পূর্ণ নম্বর পেয়ে এই প্রতিযোগীতায় বিজয়ী হন। এখন আমরা এ গানটি শুনবো।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)