বেইজিংয়ে ছিন কাংয়ের সাথে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
2023-03-25 18:21:44

মার্চ ২৫: চীনের জাতীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতার সাথে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ছিন কাং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, চীন ও নিউজিল্যান্ড সর্বদা পারস্পরিক সম্মান, সমান আচরণ, জয়-জয় সহযোগিতা, এবং মতভেদ পাশে রাখার ভিত্তিতে, দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে এসেছে। এই সম্পর্ক বিভিন্ন সামাজিক ব্যবস্থা, ইতিহাস ও সংস্কৃতি এবং উন্নয়নের পর্যায়ে, এক দেশের সাথে আরেক দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মডেল হয়ে উঠেছে।

ছিন কাং আরও বলেন, গত বছর দুই দেশের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে সফল বৈঠক অনুষ্ঠিত হয় এবং তাতে গুরুত্বপূর্ণ মতৈক্যও অর্জিত হয়। নতুন যুগে বৃহত্তর উন্নয়নের জন্য, চীন ও নিউজিল্যান্ডের উচিত, আন্তরিকভাবে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলা।

জবাবে মাহুতা বলেন, নিউজিল্যান্ড দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ মেনে চলবে এবং চীনের সাথে উচ্চ-স্তরের আদান-প্রদান ও বিভিন্ন ক্ষেত্রে বিনিময় বাড়াতে সচেষ্ট থাকবে। (ইয়াং/আলিম/ছাই)