চীন-রাশিয়া সহযোগিতা বিশ্বের জন্যও কল্যাণকর: চীনা মুখপাত্র
2023-03-25 16:06:17


মার্চ ২৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন-রাশিয়া সম্পর্ক জোটনিরপেক্ষ ও অসহিংস ধরনের এবং এটি কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। চীন-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইটহাউসের সাম্প্রতিক বিরূপ প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে মাও নিং এ মন্তব্য করেন।

তিনি বলেন, চীন ও রাশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা শুধু দু’দেশের জনগণের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যই কল্যাণকর।

মুখপাত্র মাও আরও বলেন, ইউক্রেন সংকট সমাধানে চীন বরাবরই জাতিসংঘ সনদ অনুসরণ ও ন্যায্যতার পক্ষে থাকার কথা বলে আসছে। রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানে গঠনমূলক প্রস্তাবও দিয়েছে বেইজিং। কিন্তু যুক্তরাষ্ট্র রুশ-ইউক্রেন সম্ভাব্য শান্তি-আলোচনায় পথে বাধা সৃষ্টি করে চলেছে। এর উদ্দেশ্য কী? (ওয়াং হাইমান/আলিম/ছাই)