জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে চীনের সিনচিয়াংয়ের বাস্তব অবস্থা তুলে ধরেছেন চীনের সিনচিয়াং প্রতিনিধি
2023-03-24 18:21:49

মার্চ ২৪: গতকাল (বৃহস্পতিবার) চীনের সিনচিয়াংয়ের নাইবিচিয়াং ধুরুপু জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫২তম অধিবেশনে বক্তৃতা দেন। তিনি সিনচিয়াংয়ের বাস্তব অবস্থা তুলে ধরেছেন।

নাইবিচিয়াং ধুরুপু সিনচিয়াংয়ের হ্যথিয়েন অঞ্চলের ছে ল্য জেলার ব্যক্তিগত কোম্পানির একজন দায়িত্বশীল ব্যক্তি, তাকে একটি অপরাধে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি বলেন, যে কারাগারে তিনি ছিলেন, সেখানে কোনো দুর্ব্যবহার, বৈষম্য, সহিংস নির্যাতন এবং অন্যান্য অপরাধমূলক নির্যাতনের ঘটনা ঘটেনি। কারারক্ষীদের উত্সাহে, তিনি স্ব-অধ্যয়নের মাধ্যমে সিনচিয়াং বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন এবং তার জীবন এখন অনেক ভালো হচ্ছে।

 

তিনি বলেন, কারাগারের প্রশাসকরা প্রায়শই তার সঙ্গে কথা বলতেন, তাকে মানসিক সমর্থন দিতেন, তাকে পাঠ্যপুস্তক কিনতে সাহায্য করতেন এবং পড়াশোনা করতে উত্সাহ দিতেন। কারাগারের সমর্থন এবং কারারক্ষীদের উত্সাহে, তিনি স্ব-অধ্যয়নের মাধ্যমে সিনচিয়াং বিশ্ববিদ্যালয়ের আইন ও অনুবাদ বিভাগে স্নাতক ডিপ্লোমা অর্জন করেন। এরপর সরকারের সহায়তায় একটি ট্যাক্সি কোম্পানিতে চাকরি পেয়েছেন। তারপর তিনি তার নিজের কোম্পানি শুরু করেন এবং ব্যবসা দিন দিন ভাল হচ্ছে। এখন তিনি বছরে ১০ হাজার ইউয়ানেরও বেশি আয় করেন এবং পুরো পরিবার নিয়ে সুখে আছেন বলেও জানা তিনি।

 

(জিনিয়া/তৌহিদ/আকাশ)