চীনের ওপর থেকে অতিরিক্ত শুল্ক বাতিল করা উচিত
2023-03-24 14:52:32

মার্চ ২৪: গতকাল (বৃহস্পতিবার) চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র শু ইয়ুথিং জোর দিয়ে বলেছেন, চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সহযোগিতার বিষয় হলো পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণকর। যুক্তরাষ্ট্রের উচিত যত তাড়াতাড়ি সম্ভব চীনের ওপর থেকে ৩০১ শুল্ক বাতিল করা, চীনের উপর রপ্তানি নিয়ন্ত্রণ শিথিল করা, চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিনিষেধ বাতিল করা, দু’দেশের প্রতিষ্ঠানের বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ করা এবং চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।

তিনি বলেন, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি চীন-মার্কিন অর্থনৈতিক কাঠামো, শিল্প খাতে আন্তর্জাতিক শ্রম-বণ্টন এবং চীনের উপর মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণসহ বিভিন্ন উপাদানের ফলাফল। যুক্তরাষ্ট্রের ৩০১ শুল্ক ব্যবস্থা একতরফাবাদ ও বাণিজ্য সংরক্ষণবাদী আচরণ, যা গুরুতরভাবে চীন-মার্কিন স্বাভাবিক বাণিজ্যে হস্তক্ষেপ করেছে এবং বিশ্বের শিল্প চেইন সরবরাহ চেইনের স্থিতিশীলতা নষ্ট করেছে।

(প্রেমা/তৌহিদ/লিলি)