চীন ও নিরক্ষীয় গিনির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
2023-03-24 14:24:21

মার্চ ২৪: গতকাল (বৃহস্পতিবার) বেইজিং সফররত নিরক্ষীয় গিনির পররাষ্ট্রমন্ত্রী সিমিওন ওয়োনো এসোনো এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ছিন কাংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৈঠককালে ছিন কাং বলেন, চীন বরাবরই আগের মতো নিরক্ষীয় গিনির অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ পথ অনুসন্ধানে সমর্থন দেবে, দেশের জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় সহায়তা দেবে এবং বিদেশি শক্তির নিরক্ষীয় গিনির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে দৃঢ় প্রতিবাদ জানাবে। দু’দেশের নেতৃবৃন্দের মতৈক্যে বাস্তবায়ন করে উচ্চপর্যায়ের বিনিময় বজায় রেখে বাস্তব সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় গভীরতর করা হবে। যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনে এগিয়ে যায়।

এসোনো বলেন, চীন ও নিরক্ষীয় গিনি আন্তরিক বন্ধু, ঘনিষ্ঠ ভাই এবং ভালো অংশীদার, চীনের সাথে মৈত্রী ও সহযোগিতা উন্নয়নে যে  কোনো দেশের বাধা অকার্যকর।
(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)