‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ ধারণার মহান ব্যবহারিক ও দীর্ঘমেয়াদী তাৎপর্য আছে: চাং চুন
2023-03-24 18:09:38


মার্চ ২৪: গত ১০ বছরে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি ধারণাটি বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। যা জাতিসংঘ, শাংহাই সহযোগিতা সংস্থা-সহ বিভিন্ন বহুপক্ষীয় ব্যবস্থার গুরুত্বপূর্ণ দলিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মানব উন্নয়নের জন্য বিশ্বের সম্মুখীন চ্যালেঞ্জগুলো চিন্তা করে ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির’ ধারণা পেশ করেছেন; এর মহান ব্যবহারিক ও দীর্ঘমেয়াদী তাত্পর্য আছে।


প্রতিনিধি চাং চুন বলেন, বর্তমান বিশ্বে বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জ দেখা দিয়েছে। প্রেসিডেন্ট সি’র মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি ধারণাটি বিশ্বের জন্য, যুগের জন্য একটি সমাধান দিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ এবং বিশ্ব সভ্যতা উদ্যোগ পেশ করেছেন; যা ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যে কমিউনিটি’ গঠনে ইতিবাচক শক্তি যুক্ত করেছে। চাং চুন বলেন, চীন উদ্যোগ উত্থাপনকারী দেশ, সেই সঙ্গে বাস্তবায়নকারী দেশ।


চীনের কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়, ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ এগিয়ে নেওয়া হলো- ‘চীনা-শৈলীর আধুনিকীকরণের’ একটি অপরিহার্য প্রয়োজনীয়তা। ‘চীনা-শৈলীর আধুনিকীকরণ’ বিশ্বকে আস্থা ও শক্তি দেবে এবং বিরাট সুযোগ দেবে বলেও উল্লেখ করেন তিনি।


(জিনিয়া/তৌহিদ/আকাশ)