চীনের গণতন্ত্র বিশ্বের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে: দেশি-বিদেশি বিশেষজ্ঞ
2023-03-24 14:53:06

মার্চ ২৪: গতকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় ‘গণতন্ত্র: মানবজাতির অভিন্ন মূল্য’ আন্তর্জাতিক ফোরাম বেইজিংয়ে শুরু হয়েছে। শতাধিক দেশ ও অঞ্চলের ৩শ’র বেশি অতিথি অনলাইন-অফলাইনে এতে অংশ নেন।

ফোরামে বেশ কয়েকটি দেশের সাবেক রাজনীতিবিদ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞ পণ্ডিত ‘গণতন্ত্র ও বিশ্ব প্রশাসন’, ‘গণতন্ত্র ও সভ্যতার বৈচিত্র্য’, ‘গণতন্ত্র ও আধুনিকায়ন পথসহ’ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। জাম্বিয়ার সমাজতান্ত্রিক পার্টির প্রধান ফ্রেড মেম্বে মনে করেন, চীনের গণতন্ত্র বিশ্বের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

মালয়েশিয়ার নতুন এশিয়া কৌশল গবেষণা কেন্দ্রের কাউন্সিলের প্রেসিডেন্ট স্যুই ছিংছি বলেন, স্বতন্ত্র চীনা বৈশিষ্ট্যের ‘সার্বিক প্রক্রিয়া জনগণের গণতন্ত্র’ হলো মানবজাতি রাজনৈতিক সভ্যতার জন্য চীনের অবদান।

অংশগ্রহণকারী অতিথিরা বলেছেন, বিভিন্ন দেশের উচিত বিশ্ব সভ্যতার বৈচিত্র্যকে সম্মান করে, ক্ষমা ও সহযোগিতা করা, মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি স্থাপন করা এবং হাতে হাত রেখে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা।

(প্রেমা/তৌহিদ/লিলি)