সিজিটিএন ও আফ্রিকার পাঁচটি দেশের মূলধারার গণমাধ্যম একযোগে টিভি অনুষ্ঠান প্রচার করেছে
2023-03-24 20:22:15

মার্চ ২৪: চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন, মরিশাস জাতীয় টিভি, রুয়ান্ডা জাতীয় টিভি, গ্যাবন জাতীয় টিভি, মাদাগাস্কারের এমএটিভি ও বেনিন গল্ফ টিভি যৌথভাবে একটি টিভি অনুষ্ঠান ‘সমৃদ্ধ ভাগাভাগি’ শুরু করেছে। অনলাইনে এর উদ্বোধনী অনুষ্ঠানে বেনিনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এবং আইভরি কোস্টের কৃষিমন্ত্রী ও গ্যাবনের কারিগরি শিক্ষামন্ত্রী-সহ নানা ব্যক্তি এতে অংশগ্রহণ করেছেন।


বেনিনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফেং চিং থাও জানান, প্রেসিডেন্ট সি চিন পিং ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ প্রতিষ্ঠার ধারণা উত্থাপন করেছেন। যা বিশ্ব প্রশাসনে চীনা মেধা যুক্ত করেছে এবং শক্তিশালী প্রাণশক্তি দেখিয়েছে। পাশাপাশি তা আন্তর্জাতিক সমাজের ব্যাপক সমর্থন পেয়েছে। চীন আফ্রিকার সহযোগিতা ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ প্রতিষ্ঠার জন্য একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। টিভি অনুষ্ঠান ‘সমৃদ্ধ ভাগাভাগি’ চীন-আফ্রিকার সহযোগিতাকে ফোকাস করে, যা চীন-আফ্রিকার অভিন্ন লক্ষ্যের কমিউনিটির গল্প তুলে ধরবে এবং বিশ্বে চীন-আফ্রিকার সহযোগিতা ও বিনিময় সম্পর্কে জানাবে।


(আকাশ/তৌহিদ/জিনিয়া)