চীন সবসময় উন্মুক্ত বিশ্ব অর্থনীতি এগিয়ে নিচ্ছে: চীনা মুখপাত্র
2023-03-24 20:20:00

মার্চ ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে জানান, চীন সবসময় উন্মুক্ত বিশ্ব অর্থনীতি এগিয়ে নিচ্ছে।


সম্প্রতি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন জানান, চীনের উন্নয়নে কম্বোডিয়াসহ আসিয়ান জোট উপকৃত হয়েছে। কেউ চীনের উন্নয়ন বাধা দিতে পারবে না। এ বিষয়ে মাদাম মাও নিং বলেন, প্রধানমন্ত্রী হুন সেনের বক্তব্য- সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর শান্তি, সহযোগিতা পক্ষে এবং হুমকি ও আধিপত্যবাদের বিরোধিতা করেছে।


তিনি জানান, গত বছর আরসিইপি চালু হওয়ার পর, চীন ও আসিয়ান দেশের বাণিজ্যের পরিমাণ ১৫ শতাংশ বেড়েছে। আসিয়ান দেশসমূহের কৃষিপণ্য চীনে রপ্তানির পরিমাণ ২১.৩ শতাংশ বেড়েছে। চীন সবসময় উন্মুক্ত বিশ্ব অর্থনীতি এগিয়ে নেয়। চীন উচ্চমানের উন্মুক্তকরণ ও উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নেবে এবং আশেপাশে দেশগুলো-সহ বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নে অব্যাহত প্রাণশক্তি যোগাবে।

(আকাশ/তৌহিদ/জিনিয়া)