কিছু দেশকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কাজ করার আহ্বান জানায় চীন
2023-03-24 20:22:56


মার্চ ২৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে জানান, আশা করা যায় সংশ্লিষ্ট দেশসমূহ আন্তর্জাতিক সমাজের আহ্বান শুনবে, স্নায়ুযুদ্ধের চিন্তাধারা ত্যাগ করবে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কাজ করবে।


মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, মঙ্গোলিয়া স্নায়ুযুদ্ধের চিন্তাধারার বিরোধিতা করে। মঙ্গোলিয়া বড় দেশের মধ্যে সংঘাত দেখতে চায় না। এ বিষয়ে মাদাম মাও নিং বলেন, মঙ্গোলীয় নেতার বক্তব্য আঞ্চলিক দেশ, বিশেষ করে- উন্নয়নশীল দেশের শান্তি, সহযোগিতা ও উন্নয়নের অভিন্ন ইচ্ছার বহিঃপ্রকাশ। তাতে বোঝা যায়, কিছু দেশ ও অঞ্চলের বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি করার আচরণ বিশ্ববাসী সমর্থন করবে না।

(আকাশ/তৌহিদ/জিনিয়া)