ওয়াং ই’র সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার ফোনালাপ
2023-03-24 14:16:41

মার্চ ২৪: সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্রবিষয়ক অফিসের পরিচালক ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) ফরাসি প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বোনার সঙ্গে ফোনালাপ করেছেন। দু’পক্ষ দ্বিপক্ষীয় উচ্চ পর্যায়ের যোগাযোগ, চীন-ফ্রান্স সার্বিক কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেছেন ও নতুন সিদ্ধান্তে পৌঁছেছেন।

ফোনালাপে বোনার-এর বক্তব্যের জবাবে ওয়াং ই রাশিয়ায় চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের কথা তুলে ধরেন। দু’দেশের শীর্ষনেতা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে ধারাবাহিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা পুনরায় ঘোষণা করেছেন যে, বহুপক্ষবাদে অবিচল থাকতে হবে, জাতিসংঘের কর্তৃত্ব বজায় রাখতে হবে এবং যৌথভাবে বিশ্বের বহুমেরুকরণ ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণকে উন্নীত করতে হবে। প্রকাশিত যৌথ বিবৃতিতে ইউক্রেন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া হয়, শান্তি ও আলোচনার ইচ্ছা প্রকাশ করা হয়, রাজনৈতিক উপায়ে সংকট সমাধানের বিষয়টি স্পষ্ট করা হয়, যা বেশিরভাগ দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীন আশা করে ফ্রান্স অন্যান্য ইউরোপীয় দেশ সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করবে। সংঘাত বন্ধ করা, শান্তিপূর্ণ আলোচনা শুরু করা এবং রাজনৈতিক উপায়ে সংকট সমাধান করার ক্ষেত্রে চীন ও ইউরোপের মধ্যে কৌশলগত ঐকমত্য হওয়া উচিত।

বোনা শান্তিপূর্ণ আলোচনার জন্য চীনের চেষ্টার প্রশংসা করেন। ফ্রান্স আশা করে চীনের সঙ্গে যৌথভাবে সংঘাত বন্ধ করার চেষ্টা করবে এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজবে।

(তুহিনা/তৌহিদ/জিনিয়া)