ইউক্রেন সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাধা দেয়
2023-03-24 18:20:10

মার্চ ২৪: আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ইউক্রেন সংকট মোকাবিলায় চীন সবসময় জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতি মেনে চলেছে এবং শান্তিবৈঠকের জন্য গঠনমূলক ভূমিকা পালন করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকট মোকাবিলায় কোনো সাহায্য করে না, বরং অন্যদের চেষ্টায় বাধা দেয়।

তিনি বলেন, চীন ও রাশিয়ার নেতাদের স্বাক্ষরিত ‘২০৩০ সালের মধ্যে চীন-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতার মূল দিক-নির্দেশের জন্য উন্নয়ন পরিকল্পনার যৌথ বিবৃতি’ দুই দেশের মধ্যে পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ সহযোগিতার পথনির্দেশ করেছে। চীন-রাশিয়া সম্পর্ক তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, দুই পক্ষের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতা দুই দেশের জনগণের পাশাপাশি বিশ্বের জন্যও কল্যাণকর। এটি একটি উন্মুক্ত ও প্রকৃত বন্ধুত্ব এবং মার্কিন আধিপত্যের বিপরীত।

 

(জিনিয়া/তৌহিদ/আকাশ)