সিরিয়ায় মানবিক ত্রাণের বাধা দূর করাতে চীনের আহ্বান
2023-03-24 14:16:09

মার্চ ২৪: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী সদস্য কেং শুয়াং গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের সিরিয়ার রাজনৈতিক ও মানবিক সমস্যাবিষয়ক প্রকাশ্য সম্মেলনে বলেন, সিরিয়ার মানবিক ত্রাণের বাধা দূর করতে হবে। এজন্য তিনি ৩টি প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, প্রথমত গত এক মাসে উত্তর-পশ্চিম সিরিয়ায় ‘সীমান্ত-পার উদ্ধারকাজের’ কোনো অগ্রগতি হয়নি, জাতিসংঘ সচিবালয়ের উচিত ‘সীমান্ত-পার উদ্ধারকাজের’ জন্য আরো বেশি চেষ্টা করা, সময়মত নিরাপত্তা পরিষদকে রিপোর্ট দেওয়া ও সমাধান খুঁজে বের করা উচিত। দ্বিতীয়ত, আলেপ্পো বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো, যা মানুষ ও পণ্য স্থানান্তরের মূল কেন্দ্র, এর স্বাভাবিক অপারেশন নিশ্চিত করতে হয়। তৃতীয়ত, সংশ্লিষ্ট দেশের উচিত সিরিয়ার বিরুদ্ধে সব একতরফা নিষেধাজ্ঞা বন্ধ করা, কৃত্রিম মানবিক বিপর্যয় বন্ধ করা।

কেং শুয়াং আরো বলেন, সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে চীন ‘সিরিয়া কর্তৃত্ব ও মালিকানা’ নীতি সমর্থন করে, সাংবিধানিক পরিষদের সম্মেলন শিগগিরি পুনরায় শুরু করতে প্রচার করবে। চীনের মতে আঞ্চলিক দেশের সাহায্য রাজনৈতিক উপায়ে সিরিয়া সমস্যা সমাধানে সহায়ক। চীন আহ্বান জানায়- আরো বেশি দেশ রাজনৈতিক উপায়ে সিরিয়া সমস্যা সমাধানের জন্য আরও ভালো পরিবেশ সৃষ্টি করবে।

(তুহিনা/তৌহিদ/জিনিয়া)