যুক্তরাষ্ট্রকে শান্তি-বিরোধী আচরণ বন্ধ করার আহ্বান জানায় চীন
2023-03-23 20:13:14

মার্চ ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে জানান, যুক্তরাষ্ট্রকে অন্যান্য শান্তি-বিরোধী আচরণ বন্ধ করার আহ্বান জানায় বেইজিং। যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক সমাজের সঙ্গে একযোগে সংলাপের মাধ্যমে রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সংকট সমাধানের জন্য কাজ করা।


জনাব ওয়াং আরো বলেন, চীন ইউক্রেন সংকট সৃষ্টিকারী নয়, সংকটে অংশগ্রহণকারীও নয়। চীন হচ্ছে রাজনৈতিক পদ্ধতিতে সংকট সমাধানের উদ্যোগ উত্থাপনকারী এবং শান্তি প্রতিষ্ঠা ও আলোচনায় উত্সাহদানকারী। পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং বলেছেন, কিছু দেশ ভূ-রাজনৈতিক স্বার্থে আলোচনায় বাধা দিতে চায়। এমনকি, তারা নানা মিথ্যাচার করে চীনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে।


তিনি বলেন, ‘শান্তি বাস্তবায়নের জন্য চীন কাজ করে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তারা আরো ৩৫ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করবে। কে অস্ত্র দিচ্ছে আর কে শান্তি ও আলোচনা বাস্তবায়নের জন্য কাজ করছে। সবার কাছে তা পরিষ্কার।’


তিনি আরো বলেন, এ বিষয়ের চীনের রাজনৈতিক স্বার্থ নাই। চীন আন্তরিকভাবে শান্তি প্রতিষ্ঠা ও আলোচনা বাস্তবায়নের জন্য কাজ করছে। যা চীনের বড় দেশের দায়িত্ববোধের প্রতিফলন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)