'হাজার হাজার মাইল'
2023-03-23 10:00:05

আজকের অনুষ্ঠানে চীনের একজন র‍্যাপ গায়কের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম আইরো। তিনি সিনচিয়াংয়ের উইগুর জাতির মানুষ। চীনে র‍্যাপ সংগীত হলো তুলনামূলকভাবে সংখ্যালঘু জাতির সংগীতশৈলী। তবে, তার মাধ্যমে চীনে আরো বেশি মানুষ র‍্যাপ সংগীত সম্পর্কে জানতে পারে ও তা পছন্দ করে, তার মতো আরো বেশি উইগুর র‍্যাপ গায়কও মানুষের নজরে এসেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন আইরোর জনপ্রিয় একটি গান ‘বৃদ্ধ হতে ভয় পাবে না’।গান ১

 

আইরো ১৯৯৩ সালে সিনচিয়াংয়ের কাশগরে জন্মগ্রহণ করেন। উইগুর জাতি গান ও নাচে পারদর্শী জাতি হিসেবে পরিচিত। উইগুর জাতির মানুষ হিসেবে আইরো ছোটবেলা থেকেই গান গাইতে পছন্দ করেন। হয়তো অনেক মানুষ কল্পনা করতে পারে না যে, সিনচিয়াংয়ের স্থলবন্দী এলাকায় অবস্থিত হলেও সংগীত ক্ষেত্রে তা উপকূলবর্তী এলাকার চেয়ে আরো উন্মুক্ত ও বৈচিত্র্যময়। সেখানে রয়েছে উইগুরসহ বিভিন্ন জাতির সংগীত, হিপ হপ, রক, ডান্স মিউজিক ইত্যাদি পশ্চিমা পপ সংগীতও খুব জনপ্রিয়। এমন পরিবেশ বড় হওয়ায় নিজের জাতির সংগীতের পাশাপাশি আইরো হিপ হপ বিশেষ করে র‍্যাপ সংগীতের প্রতি অনেক আগ্রহী তিনি। স্কুলজীবনে তিনি বন্ধুর সঙ্গে র‍্যাপ গাইতে শুরু করেন।গান ২

 

২০১৬ সালে আইরো তার প্রথম গান ‘UUG abiz’ প্রকাশ করেন। এরপর তিনি স্বাধীন গায়ক হিসেবে গান রচনা করার পাশাপাশি অনলাইনে গান প্রকাশ করেন ও  বিভিন্ন জায়গায় পারফরম করেন। শুরুতে তার গান প্রধানত উইগুর ভাষায় রচিত হতো। সিনচিয়াং থেকে ছেড়ে যাওয়ার পর আরো বেশি মানুষকে তার গান বোঝানোর জন্য তিনি ইংরেজি ও ম্যান্ডারিন দিয়ে গানের কথা লিখেন, এজন্য তা সহজ কাজ নয়। তবে যে কোনো ভাষায় গান রচনা করা হোক না কেন, সিনচিয়াং তার গানের একটি প্রধান বিষয়। বন্ধুরা, এখন শুনুন আইরোর ২০১৮ সালে প্রকাশিত একটি সুন্দর গান ‘আমার সঙ্গে সিনচিয়াংয়ে চলো’।গান ৩

 

২০১৮ সালে আইরো চীনের একটি জনপ্রিয় টিভি সংগীত অনুষ্ঠান ‘র‍্যাপ অফ চায়নায়’ অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। অনুষ্ঠানে তিনি ও অন্যান্য উইগুর র‍্যাপ গায়ক চমত্কার পারফরম্যান্স সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক চীনা দর্শক প্রথম বছরের মতো শুনেছেন উইগুর বৈশিষ্ট্যময় র‍্যাপ গান এবং তা বেশ পছন্দ করেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে র‍্যাপ সংগীত আরো জনপ্রিয় হয়েছে। বন্ধুরা, এখন শুনুন সেই অনুষ্ঠানে আইরোর গাওয়া একটি সুন্দর গান ‘তোমাকে ভালোবাসি’।গান ৪

 

উইগুর সংগীতের উপাদান র‍্যাপ গানে যোগ করা আইরোর গানের একটি বৈশিষ্ট্য। তিনি তার গানে অনেক উইগুর লোক সংগীতের সুর দেয় আর ম্যান্ডারিনের পাশাপাশি উইগুর ভাষা ব্যবহার করে। উইগুর ভাষার উচ্চারণ ও টোনের বৈশিষ্ট্যের কারণে যা দিয়ে র‍্যাপ গানের কথা লিখে গানের ছন্দ আরো মুক্ত ও সুন্দর। বন্ধুরা, এবার আমার একসঙ্গে আইরোর একটি উইগুর বৈশিষ্ট্যময় র‍্যাপ গান ‘হাজার হাজার মাইল’। সুন্দর সুর ও কথার মাধ্যমে সবাই অনুভব করতে পারে জন্মস্থানের প্রতি গায়কের ভালোবাসা ও অনুভূতি। বন্ধুরা, এখন গানটি শুনুন।গান ৫

 

জন্মস্থানের পরিবেশ, মানুষ ও সংস্কৃতি আইরো’র গান রচনার অনুপ্রেরণা। তাই জন্মস্থান তার গানের গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীনকালে মানুষ পাখি দিয়ে পরিবারের চিঠি পাঠাতো। তাই এমন চিঠিকে চীনে ‘পাখির চিঠি’ বলে- যা জন্মস্থানের প্রতীক। এ অনুসারে আইরো গান ‘পাখির চিঠি’ রচনা করেন। বন্ধুরা, এখন শুনুন আইরোর এই সুন্দর গান ‘পাখির চিঠি’।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আইরোর আরেকটি সুন্দর গান ‘কালো মেঘে’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।