জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে পশ্চিমা অপবাদের কড়া সমালোচনা করেছেন চীনা প্রতিনিধি
2023-03-23 19:02:40

মার্চ ২৩: গতকাল (বুধবার) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫২তম অধিবেশনের সাধারণ বিতর্কে একটি বক্তৃতা দিয়েছেন চীনা প্রতিনিধি। তিনি পশ্চিমা দেশগুলির অপবাদের দৃঢ় জবাব দিয়েছেন এবং তাদের মানবাধিকার বিষয়ে অপকর্ম ও মিথ্যাচার উন্মোচন করেছেন। পশ্চিমা অপবাদের সমালোচনাও করেছেন তিনি।

চীনা প্রতিনিধি বলেন, বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি, তাদের জাতীয় অবস্থা ও জন-আকাঙ্ক্ষা ভিন্ন। বিশ্বে মানবাধিকার সুরক্ষার কোনো মডেল নেই। কিছু দেশ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাচার করে এবং চীনের বিরুদ্ধে আক্রমণ করে। তারা চীনের উন্নয়ন প্রতিরোধের চেষ্টা করেছে। প্রতিনিধি জোর দিয়ে বলেন, তাদের উচিত বর্ণবাদ, বন্দুক সহিংসতা, মাদকের অপরাধসহ নিজ দেশের সমস্যাগুলো দেখা এবং সেসব সমস্যা সমাধান করা। সেই সঙ্গে আধিপত্যবাদী আচরণ বন্ধ করা এবং উন্নয়নশীল দেশগুলির বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত। (জিনিয়া/তৌহিদ/শুয়েই)