‘মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটির’ ধারণা যুগ ও মানবসভ্যতার উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে
2023-03-23 17:15:12

মার্চ ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটির ধারণা যুগের ও মানবজাতির উন্নয়নে নেতৃত্ব দেওয়ার শক্তিতে পরিণত হচ্ছে।

আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেছেন।

তিনি বলেন, চলতি বছর হল চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটির’ ধারণা উত্থাপনের দশম বার্ষিকী। যা ইতিহাসের উন্নয়ন প্রবণতার সঙ্গে জড়িত, যুগের সমস্যার জবাব, চীন ও বিদেশের উন্নত সংস্কৃতি এবং গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধের প্রতিফলন।

মুখপাত্র আরো বলেন, দশ বছরে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনের ধারণা বাস্তব অবস্থায় পরিণত হচ্ছে, আকাঙ্ক্ষা থেকে ধাপে ধাপে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হচ্ছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)