তাইওয়ান বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয় চীন
2023-03-23 20:11:52


মার্চ ২৩: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, তাইওয়ান ইস্যুতে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয় চীন। তাইওয়ান প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি না করতে ওয়াশিংটনকে সতর্ক করেছে বেইজিং। 


চীনা মুখপাত্র জানিয়েছেন, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। তাইওয়ানের সমস্যা সমাধানের বিষয়টি চীনা জনগণের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে চীনারা সিদ্ধান্ত নেবে।


তিনি জানান, বর্তমানে তাইওয়ান প্রণালীতে উত্তেজনার প্রকৃত কারণ- ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির সঙ্গে যুক্তরাষ্ট্রের একযোগে ‘বিচ্ছিন্নতা’ সৃষ্টির অপচেষ্টা করা এবং তাইওয়ান ইস্যু নিয়ে চীনকে চাপ দেওয়া। যদি যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা আশা করে, তাহলে তাদের উচিত ‘এক চীন নীতি’ ও ‘চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইশতাহার’ মেনে চলা এবং ‘তাইওয়ান বিচ্ছিন্নতায়’ সমর্থন না-দেওয়ার মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)