‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ও বিশ্বে নতুন সুযোগ’ শীর্ষক হংকংয়ের বিশেষ সেমিনার অনুষ্ঠিত
2023-03-23 20:10:39

মার্চ ২৩: চায়না মিডিয়া গ্রুপ- সিএমজির উদ্যোগে ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ও বিশ্বে নতুন সুযোগ’ শীর্ষক হংকংয়ের বিশেষ সেমিনার আজ (বৃহস্পতিবার) অনলাইনে আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা মনে করেন, হংকংয়ের বিভিন্ন মহলের ব্যক্তিদের উচিত সার্বিক ও যথাযথভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি বাস্তবায়ন করা, দেশের কৌশলগত পরিকল্পনার সঙ্গে গভীরভাবে সংযুক্ত হওয়া, ইতিবাচকভাবে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নে অংশগ্রহণ করা ও এগিয়ে নেয়া এবং আরো সুষ্ঠুভাবে দেশের উন্নয়নে অংশ নেওয়া।


হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের অর্থ বিভাগের প্রধান ছেন মাও পো জানান, হংকংয়ের উচিত সার্বিক ও যথাযথভাবে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি বাস্তবায়ন করা। দেশের মূল-ভূখণ্ড ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগে হংকং আরো বেশি কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।


জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির সদস্য লি চি ছুং জানান, হংকংয়ের বিভিন্ন মহলের ব্যক্তিদের উচিত দেশের উন্নয়ন-কৌশলে হংকংয়ের অবস্থান জানা এবং দেশের জনগণের সঙ্গে দেশ উন্নয়নের জন্য কাজ করা ও দায়িত্ব পালন করা। 

হংকংয়ের রেডিও টেলিভিশন, ফিনিক্স টিভি, ম্যাকাও ডেইলি নিউজ-সহ হংকং ও ম্যাকাওয়ের প্রধান গণমাধ্যম এই সেমিনার সরাসরি সম্প্রচার করেছে ও সংবাদ প্রকাশ করেছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)