গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে চীন, রাশিয়া
2023-03-22 13:52:13

মার্চ ২২: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়ায় রাষ্ট্রীয় সফরে যান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সফরকালে দুই প্রেসিডেন্ট মস্কোয় বৈঠক করেন। বৈঠকে তাঁরা নতুন যুগে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত অংশীদারিত্বের উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর মতবিনিময় করেন।

 

২০৩০ সালের আগে দু’দেশের বাণিজ্যিক পরিমাণ স্পষ্ট বৃদ্ধির লক্ষ্যে ৮টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা চালানোর ব্যাপারে একমত হয় দু’পক্ষ। আর তা হলো:

 

১. বাণিজ্যিক মাত্রা সম্প্রসারণ, বাণিজ্যের কাঠামো সুবিন্যস্ত, ই-বাণিজ্য ও অন্যান্য উদ্ভাবন সহযোগিতার রূপ উন্নয়ন করা।

২. ব্যাপকভাবে আন্তঃযোগাযোগ লজিস্টিক ব্যবস্থা উন্নয়ন করে দু’দেশের রেলপথ, রাজপথ, বিমান চলাচল, নৌ-পরিবহনসহ বিভিন্ন মাধ্যমে দ্বিমুখী সুবিধাজনক যোগাযোগ নিশ্চিত করা।

৩. আর্থিক সহযোগিতার মান উন্নত করে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, ঋণ এবং অন্যান্য আর্থ-বাণিজ্যিক যোগাযোগে বাজারের চাহিদার সংগতি রেখে স্থিতিশীলভাবে স্থানীয় মুদ্রা নিষ্পত্তির অনুপাত বাড়ানো।

৪. সার্বিক জ্বালানি সহযোগিতামূলক অংশীদারিত্ব সুসংহত করা। গুরুত্বপূর্ণ জ্বালানি ক্ষেত্রের দীর্ঘস্থায়ী সহযোগিতা জোরদার করে যৌথভাবে দু’দেশ ও বিশ্ব জ্বালানি নিরাপত্তা রক্ষা করে বিশ্ব জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করা।

৫. সমন্বয় বাড়িয়ে বাজারায়নের ভিত্তিতে ধাতুবিদ্যা, রাসায়নিক সার ও রাসায়নিক পণ্যসহ বাল্ক পণ্য এবং খনি সম্পদ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী পারস্পরিক উপকারী সরবরাহ সহযোগিতার উন্নয়ন করা।

৬. প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে বিনিময় ও উচ্চমানের সহযোগিতা ত্বরান্বিত করে দু’দেশের প্রযুক্তির উচ্চমানের উন্নয়ন নিশ্চিত করা।

৭. শিল্প সহযোগিতার গুণগত মানের উন্নয়ন ত্বরান্বিত করা।

৮. কার্যকরভাবে কৃষি সহযোগিতার মান উন্নত করে দু’দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

 

তা ছাড়া, দু’পক্ষ অব্যাহতভাবে সাংস্কৃতিক সহযোগিতা গভীরতর করে অধিকতরভাবে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, পর্যটন, ক্রীড়া, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রের বিনিময় সম্প্রসারণ করবে।

(প্রেমা/এনাম/রুবি)