সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানে জোর চীন, রাশিয়ার
2023-03-22 13:20:16


মার্চ ২২: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বিকেলে মস্কোতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসঙ্গে চীন ও রাশিয়ার মধ্যকার নতুন যুগের সার্বিক কৌশলগত সহযোগিতা ও অংশীদারি সম্পর্ক গভীরতর করার যৌথ বিবৃতিতে প্রদান করেছেন।

ইউক্রেন সমস্যা সম্পর্কে দু’পক্ষ জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতি এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে। দু’পক্ষ যে কোনো দেশ ও গোষ্ঠীর সামরিক, রাজনৈতিক বা অন্যান্য প্রাধান্যের জন্য অন্য দেশের বৈধ নিরাপত্তা ও স্বার্থের হানির বিরোধিতা করে।

বিবৃতিতে রাশিয়া শিগগিরি শান্তিপূর্ণ আলোচনা শুরু করার কথা পুনর্ব্যক্ত করেছে, চীন তার প্রশংসা করে। রাশিয়া ও চীন রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধানকে সমর্থন করে এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে চীনের প্রস্তাবকে স্বাগত জানায়।

দু’পক্ষ মনে করে, ইউক্রেন সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্মান এবং সংকীর্ণ উপদল গঠন প্রতিরোধ করতে হবে। দু’পক্ষ জোর দিয়ে জানায়, দায়িত্বশীল আলোচনা ও সংলাপ হলো সমস্যা সমাধানের শ্রেষ্ঠ উপায়। এর জন্য আন্তর্জাতিক সমাজের গঠনমূলক সমর্থন ও চেষ্টা করা দরকার।

উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধকে বিলম্বিত করার যে কোনো কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানায় চীন ও রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত নয়- এমন একতরফা নিষেধাজ্ঞারও বিরোধিতা করবে চীন ও রাশিয়া।

(তুহিনা/এনাম/শুয়েই)