চীন ও আফ্রিকার দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পারস্পরিক কল্যাণ ও উভয়ের জয়ের ভিত্তিতে পরিচালিত: চীনা মুখপাত্র
2023-03-22 20:00:28


মার্চ ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে বলেছেন, চীন ও আফ্রিকার দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা পারস্পরিক কল্যাণ ও উভয়ের জয়ের ভিত্তিতে পরিচালিত। এ সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। 


তিনি বলেন, আফ্রিকা হচ্ছে একটি আশায় পূর্ণ মহাদেশ। আফ্রিকার অনেক দেশ এখন উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে এগিয়ে যাচ্ছে। তাদের আন্তর্জাতিক সমাজের শক্তিশালী সমর্থন, একতা ও সহযোগিতা দরকার। 


তিনি আরো বলেন, চীন অনেকবার জোর দিয়ে বলেছে- আফ্রিকা হচ্ছে  আন্তর্জাতিক সহযোগিতার মঞ্চ, বড় দেশের প্রতিযোগিতার মাঠ নয়। চীন ও আফ্রিকার সহযোগিতা কখনোই বন্ধ হবে না ও বর্জনীয় নয়। চীন আন্তরিকভাবে আফ্রিকার সঙ্গে সহযোগিতা জোরদার করবে। পাশাপাশি, আন্তর্জাতিক সমাজের সঙ্গে আফ্রিকার শান্তি ও উন্নয়ন এগিয়ে নিতে আরো কাজ করতে চায় চীন।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)