ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আত্মসমালোচনা করার তাগিদ দেয় চীন
2023-03-22 20:01:47

মার্চ ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বুধবার) বেইজিংয়ে জানান, যুক্তরাষ্ট্রকে ইউক্রেন ইস্যুতে দেশটির ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করার তাগিদ দেয় চীন।


তিনি সাংবাদিককে দেওয়া উত্তরে বলেন, চীন ইউক্রেন সংকট সৃষ্টিকারী নয়, সংকটে অংশগ্রহণকারীও নয়। সংঘর্ষে জড়িত কোনো পক্ষকে অস্ত্র দেয়নি চীন।


তিনি জানান, সংঘাত শুরু হলে তা সমাধানের জন্য চীন ধারাবাহিক প্রস্তাব দিয়েছে। চীন সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য কাজ করছে। 


তিনি বলেন, চীন শান্তি ও আলোচনা বাস্তবায়ন করতে চায়। যুক্তরাষ্ট্র বলেছে, চীনের অবস্থান নিরপেক্ষ নয়। অথচ যুদ্ধের মাঠে অস্ত্র সরবরাহ করা এবং সংঘর্ষ বাড়ানো কি নিরপেক্ষতা? বিশ্বে এর নেতিবাচক প্রভাব সম্প্রসারণ কি নিরপেক্ষ অবস্থা? এমন প্রশ্ন করেন মুখপাত্র। 


জনাব ওয়াং বলেন, চীন  শান্তি, সংলাপ ও ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়াবে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেন সমস্যা সমাধানের জন্য গঠনমূলক ভূমিকা রাখবে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)