চীন সফলভাবে একটি আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করেছে
2023-03-22 19:49:07

মার্চ ২২: বেইজিং সময় আজ (বুধবার) বিকাল ৫টা ৯ মিনিটে, চীনের চিউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে খুয়াইচৌ এক নম্বর পরিবহন রকেটের মাধ্যমে থিয়ানমু এক নম্বর আবহাওয়া উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে।

 

জানা গেছে, উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। উৎক্ষেপণ মিশন সফল হয়েছে। এই উপগ্রহ প্রধানত আবহাওয়া বিষয়ে তথ্য দেবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)