চীনা প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রধানমন্ত্রীর বৈঠক
2023-03-22 13:19:46

মার্চ ২২: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) মস্কোতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্তিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, চীন ও রাশিয়া একে অপরের বৃহত্তম প্রতিবেশী ও সার্বিক কৌশলগত সহযোগী ও অংশীদার। চীন-রাশিয়া সম্পর্কের স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন ঐতিহাসিক যুক্তি ও দু’দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীনের নতুন সরকার দু’দেশের সম্পর্ককে গুরুত্ব দেয় এবং আশা করে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সহযোগিতার নতুন লক্ষ্য বাস্তবায়ন এবং আরও বেশি ফলাফল অর্জিত হবে।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, গত বছর থেকে জটিল বাহ্যিক পরিস্থিতির প্রেক্ষাপটেও চীন-রাশিয়া বাস্তব সহযোগিতা ভালো উন্নয়নের প্রবণতা বজায় রেখেছে। দু’দেশের উচিত বাণিজ্য সহযোগিতার পরিমাণ ও মান উন্নত করা, বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণ ও উদারীকরণ ত্বরান্বিত করা, শিল্প সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা, এবং বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন সহযোগিতা জোরদার করে দ্বিপাক্ষিক সহযোগিতার টেকসই উন্নয়ন শক্তিশালী করা।

তিনি বলেন, চীন ‘এক অঞ্চল এক পথে’র যৌথ নির্মাণ ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সহযোগিতাকে গুরুত্ব দেয়। রাশিয়া ও ইউনিয়নের সদস্যদের সঙ্গে সার্বিকভাবে ‘চীন ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের বাণিজ্যিক সহযোগিতা চুক্তি’ বাস্তবায়ন এবং আরও গভীর ও উচ্চ মানের আঞ্চলিক সহযোগিতার আশা রাখে চীন।

প্রধানমন্ত্রী মিশুষ্টিন বলেন, পুনর্নির্বাচিত হওয়ার পর রাশিয়ায় প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর প্রথম বিদেশ সফর করেন। তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নতুন যুগে রাশিয়া ও চীনের সম্পর্কের বিশেষত্বের প্রতিফলন। এখন রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বহুপক্ষবাদকে আরও ভালোভাবে রক্ষা ও বহুমেরুর বিশ্বকে উন্নত করার জন্য সহায়ক হবে।

তিনি বলেন, রাশিয়া ও চীনের প্রধানমন্ত্রীদের নিয়মিত বৈঠকের প্রক্রিয়া বিশ্বে অনন্য। চীনের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় এবং বাণিজ্য, জ্বালানি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে দু’দেশের প্রেসিডেন্টের মতৈক্য বাস্তবায়ন এবং সার্বিক কৌশলগত সহযোগিতা ও অংশীদারি সম্পর্ক জোরদার করবে মস্কো।

(তুহিনা/এনাম/শুয়েই)