মস্কোতে চীন ও রুশ প্রেসিডেন্টদ্বয়ের সাংবাদিক সম্মেলন
2023-03-22 19:56:24

মার্চ ২২: মস্কো সময় ২১ মার্চ মস্কোর ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলন করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

এসময় সি বলেন, ৩ বছর পর আবার মস্কো সফর করছেন তিনি। গত ১০ বছরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে এবং দু’দেশের কৌশলগত সহযোগিতায় অনেক সাফল্য অর্জিত হয়েছে।

তিনি বলেন, এবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আন্তরিক ও সফল বৈঠক হয়েছে। দু’পক্ষ অভিন্ন স্বার্থ-জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেছেন এবং অনেক মতৈক্য অর্জিত হয়েছে।

 

জনাব সি জোর দিয়ে বলেন, গত ১০ বছরে চীন ও রাশিয়ার সম্পর্ক উন্নয়নের সাফল্যের দিকে তাকালে বোঝা যায়, দু’দেশের সম্পর্ক সাধারণ দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে অনেক ভালো, যা বিশ্বের কাঠামো ও মানবজাতির ভাগ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নতুন ঐতিহাসিক পরিস্থিতিতে আরো বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করা হবে এবং মানবজাতির কাজে আরো বেশি অবদান রাখা হবে।

 

সি আরো বলেন, গত বছর থেকে দ্বিপক্ষীয় সার্বিক বাস্তব সহযোগিতায় ব্যাপক সাফল্য এসেছে, স্থিতিশীলতার পাশাপাশি সহনশীলতাও এসেছে। ১০ বছর আগের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১১৬ শতাংশ বেড়েছে।

ভবিষ্যতে দু’দেশ জ্বালানি সম্পদ, যান্ত্রিক পণ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছেন দু’নেতা।

 

জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি দেশ হিসেবে চীন ও রাশিয়া আন্তর্জাতিক সমাজের সঙ্গে জাতিসংঘ সনদের নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক সম্পর্ক মোকাবিলা করবে। এসসিও, ব্রিক্স ও জি টোয়েন্টিসহ বিভিন্ন আন্তর্জাতিক বহুপক্ষীয় কাঠামোতে সহযোগিতা করবে এবং যৌথভাবে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করবে।

 

জনাব সি জোর দিয়ে বলেন, গত মাসে ‘ইউক্রেন সংকট রাজনৈতিক পদ্ধতিতে নিরসন’ শীর্ষক দলিল প্রকাশ করেছে চীন। ইউক্রেন সংকট মোকাবিলায় শান্তিপূর্ণ বৈঠক বাস্তবায়নের চেষ্টা করবে চীন। পাশাপাশি, ন্যায়সঙ্গত মতাধিষ্ঠানে শান্তি ও সংলাপের পক্ষে থাকবে চীন।

(সুবর্ণা/তৌহিদ)